• 'দিদি বলেছিলেন তোমায় পাশে চাই!' টিকিট পেয়েই বললেন রচনা
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • কয়েকদিন আগেই বাংলার বিখ্যাত রিয়্যালিটি শো 'দিদি নং ১'-এ অতিথি হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই জল্পনা চলছিল বিভিন্নমহলে। অবশেষে ঘটে গেলও তেমনটাই। জনপ্রিয় ওই রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এবারের প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক রেখেছে ঘাসফুল শিবির। সেখানে যেমন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, তেমনই রয়েছেন অভিনেতা - অভিনেত্রীরাও। তাঁদেরই একজন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন নাম ঘোষণার পর দলনেত্রীর সঙ্গে ব়্যাম্পে হাঁটতেও দেখা যায় তাঁকে। পরে সংবাদমাধ্যমে রচনা জানান, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলকে সমর্থনও করে আসছেন। রচনা বলেন, 'দিদি বলেছেন তোমাকে আমার পাশে চাই। দিদি বলেছেন, আর কোনও কথা নেই।'হুগলি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি বিজেপি যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানেও এই হুগলি কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে লকেটকে। তারপর থেকে প্রচার কর্মসূচিও শুরু করে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে হুগলির ভোটাররা এবার ভোটের ময়দানে দুই অভিনেত্রীর টক্কর দেখতে পাবেন একথা বলাই যায়।

    'দিদি বলেছেন তোমাকে আমার পাশে চাই। দিদি বলেছেন, আর কোনও কথা নেই।'রচনা বন্দ্যোপাধ্যায়

    গুরুত্ব দিচ্ছেন না লকেটযদিও প্রতিদ্বন্দ্বী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য খুব একটা বেশি গুরুত্ব দিতে রাজি নন লকেট চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে লকেট বলেন, 'এটা আসলে মোদীজির ভোট। লড়াইটা মোদী বনাম মমতা। এই লড়াইয়ে যতই লকেট বনাম রচনা করুক না কেন, কিছুই করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন মানুষ দেখেছে, আর মোদীজি কী করেছেন দেখেছে। মোদীজির সৈনিক হিসেবে আমরা কাজ করছি। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি কাজ করেছি অনেক জায়গায়। আমার দু'জনে সহশিল্পী ছিলাম। আসল লড়াই মোদীজির নেতৃত্বে হচ্ছে।' এককথায় বলতে গেলে রচনা বন্দ্যোপাধ্যায় কোনও ফ্যাক্টর হবেন না বলেই মনে করছেন লকেট চট্টোপাধ্যায়।

    লকেটের বিরুদ্ধে একাংশের ক্ষোভযদিও রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, গত ৫ বছরে হুগলি লোকসভা এলাকায় লকেটটে বিশেষ দেখা যায়নি বলে, ভোটারদেরই একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। এমনকী সম্পর্তী হুগলির খন্যানে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারও দেখা গিয়েছে। সেই পোস্টারে লেখা ছিল, 'বিগত ৫ বছরে ইটাচুনা খন্যান অঞ্চলে একদিনও লকেট দিদির দেখা নাই... তাই এইবার এখানে বিজেপির ভোট নাই।' অন্যদিকে নিজের জনপ্রিয় শোয়ের মাধ্যমে কার্যত মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। সেক্ষেত্রে লকেট রচনাকে বিশেষ গুরুত না দিলেও, হুগলিতে তাঁর লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার 'দিদি নং ১' রচনা হুগলিতেও এক নম্বরেই থাকতে পারেন কি না।
  • Link to this news (এই সময়)