• অধীরের গড়ে তৃণমূলের ব্যাটার 'হার্ড হিটার' ইউসুফ, বড় চমক তৃণমূলের
    এই সময় | ১০ মার্চ ২০২৪
  • ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় যেমন একদিকে পুরনো তথা বর্ষীয়ান মুখেরা রয়েছেন, তেমনই স্থান পেয়েছেন অনেক নতুন মুখ। তালিকায় পোড়খাওয়া রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়া এবং অভিনয়, বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদেরই স্থান দিয়েছে তৃণমূল।বহরমপুরে ইউসুফ পাঠানকে টিকিটএবারের প্রার্থী তালিকায় মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে তৃণমূল, যা রীতিমতো বড়সড় চমক বলেই মনে করছে রাজনৈতিকমহল। ক্রিকেট জীবনে বরাবরই 'বিগ হিটার' বা বলা ভালো 'হার্ড হিটার' বলেই পরিচিত ইউসুফ পাঠান। দেশের হয়ে হোক বা আইপিএল-এর মঞ্চ, বারেবারেই নিজের হার্ড হিটার ইমেজ তুলে ধরেছেন ইউসুফ। ক্রিকেট প্রেমীরা বলেন, ওভার যখন সীমীত বা ম্যাচের বল যখন বাকি খুবই কম, সেই সময় লম্বা রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে বারেবারেই দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠতে দেখা গিয়েছে ইউসুফকে। বিশেষত আইপিএল-এ কেকেআর-এর হয়ে ব্যাট হাতে বহুবারই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

    অধীরের বিরুদ্ধে লড়াই?তবে মনে রাখতে হবে, এই বহরমপুর হল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দীর্ঘদিনের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর গড়। ১৯৯৯ সাল থেকে একটানা এই বহরমপুর কেন্দ্রে জয়ী হয়ে আসছেন অধীর। এমনকী গত লোকসভা ভোটে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও নিজের গড় বাঁচাতে পেরেছিলেন অধীর। যদিও কংগ্রেস এখনও পর্যন্ত যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে পশ্চিমবঙ্গের কোনও আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিকমহলের সিংহভাগই মনে করছে, এবারেও হয়ত বহরমপুর আসন থেকেই লড়তে পারেন অধীর।

    এক্ষেত্রে আরও একটি বিষয় মাথার রাখতে হবে, একটা সময় ইন্ডিয়া জোট করে লড়াইয়ের কথা হলেও রাজ্যে কিন্তু তৃণমূলের বিরোধিতা থেকে এক ইঞ্চিও সরেননি অধীর চৌধুরী। রাজ্যনৈতিক পর্যবেক্ষকদের প্রায় সকলেই মনে করেন, রাজ্যে তৃণমূল বিরোধিতার অন্যতম মুখ এই অধীর অধীর। সেক্ষেত্রে এহেন 'অ্যাগ্রেসিভ' অধীর এবারেও বহরমপুর থেকে প্রার্থী হলে, তাঁর বিরুদ্ধে লড়তে হবে উফসুফকে।

    ম্যাচ ফিনিশার হবেন?এদিকে এই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। প্রথম দফায় যে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে বহরমপুরের প্রার্থী হিসেবে চিকিৎসক নির্মল সাহাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এই নির্মল সাহাও জেলায় যথেষ্টই পরিচিত। শুধু 'ডাক্তারবাবু' হিসাবেই নয়, সামাজিক কাজকর্মের জন্যও মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এখন দেখার যেমন বাইশ গজে বিগ হিট করে বল মাঠের বাইরে বের করেন, তেমনই কোনও কামাল রাজনীতির ময়দানেও করতে পারেন কি না ইউসুফ পাঠান।
  • Link to this news (এই সময়)