• Kolkata Fire : রবিবাসরীয় সন্ধ্যায় ভয়াবহ আগুন বেলেঘাটায়, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • রবিবাসরীয় সন্ধ্যায় শহর কলকাতায় ভয়াবহ আগুন। ঘটনাস্থল বেলেঘাটা চালপট্টি এলাকা। ওই জায়গার একটি বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। পৌঁছায় পুলিশও। ঘটনার এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।জানা গিয়েছে, এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই এলাকার একটি বাড়িতে আগুন নজরে আসে। গোটা বাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলের কাছে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। শেষ পাওয়া খবর অনুযায়ী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভিতরে কেউ ছিলেন কি না, সেই বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

    তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। একইসঙ্গে বেলেঘাটা থানার একটি বিশাল পুলিশবাহিনীও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।পাশাপাশি অগ্বিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু কৌতুহলী মানুষ বাড়িটির সামনে ভিড় করতে থাকেন। একটা সময় উৎসাহী জনাতর ভিড় অনেকটাই বেড়ে যায়। যাতে কোনওরকম দুর্ঘটনানা ঘটে যায়, সেই কারণে পুলিশকর্মীরা ওই বাড়িটি ঘিরে রেখেছেন। জনতাকে বাড়ি থেকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আগুন লাগার নির্দিষ্টি কারণ বোঝারও চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

    স্থানীয় সূত্রে খবর, বেলেঘাটার চাউলপট্টির এই বাড়িটিতে থাকত গোটা ছয়েক পরিবার। তবে আগুন লাগার সময়ও ওই বাড়িতেই ছিলেন কোনও পরিবারের সদস্যরা ছিলেন কি না তা জানা যায়নি। আগুন লাগতেই আচমকা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় বাড়ির ভিতর থেকে। মুহূর্তের মধ্যে গোটা বাড়িটিকেই গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা।

    বিস্তারিত আসছে...
  • Link to this news (এই সময়)