• প্রার্থী তালিকায় নতুন মুখ কতজন? পুরনো সাংসদ কে কে? ৪২টি আসনই 'ডি-কোড' করল এই সময় ডিজিটাল
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সেই তালিকায় নতুন অনেক মুখ যেমন রয়েছে, তেমনই অনেক পুরনো সাংসদের ওপরেও ভরসা রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভায় তৃণমূলের তরফে নাম ঘোষণা করা হতেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যায়।

    মিতালি বাগপ্রার্থীকেন্দ্রকোচবিহারজগদীশ চন্দ্র বসুনিয়াআলিপুরদুয়ারপ্রকাশচিক বরাইকজলপাইগুড়িনির্মলচন্দ্র রায়দার্জিলিংগোপাল লামা (নতুন মুখরায়গঞ্জকৃষ্ণ কল্যানীবালুরঘাটবিপ্লব মিত্রমালদা (উত্তর)প্রসূন বন্দ্যোপাধ্যায় (নতুন মুখ)মালদা (দক্ষিণ)শাহনাওয়াজ আলি রেহান (নতুবন মুখ)জঙ্গিপুরখলিলুর রহমান (ফের প্রার্থী)বহরমপুরইউসুফ পাঠান (নতুন মুখ)মুর্শিদাবাদআবু তাহের খান (ফের প্রার্থী)কৃষ্ণনগরমহুয়া মৈত্র (ফের প্রার্থী)রানাঘাটমুকুটমণি অধিকারীবনগাঁবিশ্বজিৎ দাসব্যারাকপুরপার্থ ভৌমিকদমদমসৌগত রায় (ফের প্রার্থী)বারাসাতডাঃ কাকলি ঘোষ দস্তিদার (ফের প্রার্থী)বসিরহাটহাজি নুরুল ইসলামজয়নগরপ্রতিমা মণ্ডল (ফের প্রার্থী)মথুরাপুরবাপি হালদারডায়মন্ডহারবারঅভিষেক বন্দ্যোপাধ্যায় (ফের প্রার্থী)যাদবপুরসায়নী ঘোষকলকাতা (দক্ষিণ)মালা রায় (ফের প্রার্থী)কলকাতা (উত্তর)সুদীপ বন্দ্যোপাধ্যায় (ফের প্রার্থী)হাওড়াপ্রসূন বন্দ্যোপাধ্যায় (ফের প্রার্থী)উলুবেড়িয়াসাজদা আহমেদ (ফের প্রার্থী)শ্রীরামপুরকল্যাণ বন্দ্যোপাধ্যায় (ফের প্রার্থী)হুগলিরচনা বন্দ্যোপাধ্যায় (নতুন মুখ)আরামবাগমিতালি বাগ (নতুন মুখ)তমলুকদেবাংশু ভট্টাচার্য (নতুন মুখ)কাঁথিউত্তম বারিকঘাটালদীপক অধিকারী (দেব) (ফের প্রার্থী)ঝাড়গ্রামকালিপদ সোরেন (নতুন মুখ)মেদিনীপুরজুন মালিয়াপুরুলিয়াশান্তিরাম মাহাতোবাঁকুড়াঅরূপ চক্রবর্তীবিষ্ণুপুরসুজাতা মণ্ডল খাঁ (নতুন মুখ)বর্ধমান পূর্বশর্মিলা সরকার (নতুন মুখ)বর্ধমান দুর্গাপুরকীর্তি আজাদ (নতুন মুখ)আসানসোলশত্রুঘ্ন সিনহা (ফের প্রার্থী)বোলপুরঅসিত মাল (ফের প্রার্থী)বীরভূমশতাব্দী রায় (ফের প্রার্থী)প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি এবং মহিলা, সমস্ত ক্যাটাগরিকেই মাথায় রেখেছে তৃণমূল নেতৃত্ব। তবে নুসরত জাহান, চৌধুরী মোহন জাটুয়ার মতো কয়েকজনকে এবার টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী lতালিকা ঘোষণার পরেই অনেক জায়গায় প্রচার শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন।অনেকে আজ থেকেই প্রচার ও জনসংযোগের কাজে নেমে পড়েছেন। জয় নিয়ে আশাপ্রকাশ করতেও দেখা গিয়েছে তৃণমূলের সমস্ত প্রার্থীকে।
  • Link to this news (এই সময়)