• TMC Candidate List 2024 : মহিলা ভোটে বাড়তি নজর! লোকসভায় মমতার নারী বাহিনীতে জায়গা পেলেন কারা?
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • মহিলা ভোটের প্রতি বিশেষ নজর থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদ থেকে রাজ্যের বিধানসভা, সব জায়গায়ই তুলনামূলক বেশি মহিলা মুখ পাঠাতে সর্বদা স্বচ্ছন্দ্যবোধ করেন তৃণমূল নেত্রী। এবারের লোকসভা নির্বাচনের প্রার্থীর তালিকাতেও তার অন্যথা হল না। মোট ৪২টি আসনের মধ্যে ১২টি মহিলা প্রার্থী রয়েছে।যদিও, প্রার্থী তালিকার পরিসংখ্যান দেখলে এবার মহিলা প্রার্থীর সংখ্যা কিছুটা কম। গতবার লোকসভা নির্বাচনে ১৭ জন মহিলা প্রার্থীকে মনোনীত করছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই সংখ্যাটা কিছুটা কমে এসেছে। তবে এসেছে নতুন চমকও। বরাবরই অভিনয় জগৎ থেকে মুখ খুঁজে আনতে দেখা গিয়েছে। শেষ মুহূর্তে প্রার্থী তালিকা উঠে এসেছে চমক। এবারেও তাঁর অন্যথা হল না। প্রার্থী করা হল জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

    তৃণমূলের মহিলা প্রার্থী কারা?

    এবার তৃণমূল কংগ্রেস দলের মহিলা প্রার্থী হলেন - কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, যাদবপুর থেকে সায়নী ঘোষ, জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, মেদিনীপুর আসন থেকে প্রার্থী হয়েছেন জুন মালিয়া, উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার, বীরভূম থেকে ফের প্রার্থী হয়েছেন শতাব্দী রায়, বিষ্ণুপুর আসন থেকে সুজাতা মণ্ডল, আরামবাগ থেকে এবার নতুন প্রার্থী মিতালি বাগ, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়।

    TMC Brigade Rally : 'বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড' হুংকার অভিষেকের

    বাদ পড়লেন কারা?

    গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন একাধিক মহিলা প্রার্থী। যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী, বসিরহাট কেন্দ্র থেকে নুসরত জাহান, আরামবাগ থেকে অপরূপা পোদ্দার, বর্ধমান দুর্গাপুর থেকে মমতাজ সংঘমিত্রা, মালদা উত্তর থেকে মৌসম নুর, রানাঘাট থেকে রূপালী বিশ্বাস, আসানসোল থেকে মুনমুন সেন। এই সমস্ত কেন্দ্রগুলির মধ্যে যদিও বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট ও আসানসোলের প্রার্থীরা পরাজিত হয়েছিলেন।

    তবে বেশ কিছু আসনে স্থানীয় বিধায়ক বা সাংগঠনিক নেতার উপরেই বেশি ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। সেই আসনগুলিতে অযথা তারকা প্রার্থী দেওয়ার পথে হাঁটেনি তৃণমূল। যদিও, রাজ্যের একাধিক প্রকল্প থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে বরাবরই মহিলাদের প্রাধান্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা থেকে একাধিক বিধায়িকাকে প্রার্থীও করেছেন তিনি।

    এর আগে লোকসভা মহিলা সংরক্ষণ বিল পাসের ব্যাপারেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। বরাবরই মহিলা সংরক্ষণ বিল পাস করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আসন্ন লোকসভা নির্বাচনে এই সমস্ত মহিলা প্রার্থীরা কতজন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন, সেটা সময়ই বলবে।
  • Link to this news (এই সময়)