• জ্বালাপোড়া গরম না মুষলধারে বৃষ্টি? কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া?
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • দেশের একাধিক রাজ্যে ফের একবার আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে। ভারতের মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ভারী তুষারপাতেরও সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে। ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত সমতল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। আগামী দু'দিন দক্ষিণের তামিলনাড়, পুদুচেরী এবং কেরালায় গরম বাড়বে।কোন কোন অংশে বৃষ্টিপাত?গত কয়েকদিন ধরে তুষারপাত এবং ভারী বৃষ্টি চলছিল হিমাচল প্রদেশে। জাতীয় সড়ক সহ বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এই দুর্যোগের জেরে। আপাতত এই পরিস্থিত বজায় থাকবে। মৌসম বিভাগ জানাচ্ছে, রবিবার রাত থেকে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে।

    IMD-র পূর্বাভাস অনুযায়ী, রবিবার জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ১১ থেকে ১৪ মার্চ অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি কমবে তবে তুষারপাত জারি থাকবে। সঙ্গে বাজ পড়ার সম্ভাবনাও প্রবল। উত্তরাখণ্ডে ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আবহাওয়ার গতিবিধি অনুযায়ী, ১২ থেকে ১৪ মার্চ পঞ্জাবে হালকা বৃষ্টি হবে। ১৩ এবং ১৪ মার্চ হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এ ছাড়া পূর্ব ভারতে IMD-র আপডেট অনুযায়ী, ১৩ এবং ১৪ মার্চ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হালকা বৃষ্টিপাত হবে। ওডিশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    দিল্লিতে বেনজির আবহাওয়াএদিকে, ৩৪ বছর পর দিল্লিতে মার্চ মাসে রেকর্ড ঠান্ডা পড়েছে। চলছে হাড়কাঁপানো ঝোড়ো হাওয়া। ১৩ মার্চ পর্যন্ত আবহাওয়ায় বিপুল পরিবর্তন আসতে চলেছে বলেই খবর। টানা পাঁচদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। ২০০৩ সালে মার্চে টানা তিনদিন এভং ১৯৯০ সালে টানা পাঁচদিন ন্যূনতম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। ফলে ঠান্ডার নিরিখে দেখতে গেলে ৩৪ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রার পতন দেখা গেল রাজধানী শহরে। যা কার্যত বেনজির বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, সোমবার থেকে রাজধানী শহরে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় হাওয়া বইবার সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (এই সময়)