মুসলিমদের কাছে বিশেষ আর্জি রাখলেন RSS-এর বরিষ্ঠ পদাধিকারী ইন্দ্রেশ কুমার। তিনি বলেন, 'মুসলিম সম্প্রদায়ের মানুষদের উচিত গোরুর দুধ খেয়ে রোজা ভাঙা। গোমাংস না খাওয়ার সংকল্প নেওয়া উচিত ওদের।' তাঁর এও সংযোজন, 'হিন্দু এবং মুসলিমদের বংশ একই।'মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন RSS নেতা ইন্দ্রেশ কুমার। এই মুসলিম সংগঠনটি RSS সমর্থিত। সংগঠনের দ্বারা প্রকাশিত নতুন বই, 'ভারতীয় মুসলমান: একতা এবং আধার'-এর লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন RSS নেতা।
২০২১ সালে RSS প্রধান মোহন ভাগবতের বলা হিন্দু এবং মুসলিমদের একই DNA বক্তব্যের রেশ টেনে ইন্দ্রেশ কুমার বলেন, 'হিন্দু এবং মুসলিমদের বংশ একই। আমরা নিজেদের ধর্ম বদলাতে পারি। একজন শ্যাম শাহাবুদ্দিন হতে পারে। কিন্তু, তাঁদের পূর্বপুরুষেরা একই। আমরা সকলেই ভারতীয় ভাষায় স্বপ্ন দেখি। কেউ ফারসি, তুর্কি অথবা রোমান ভাষায় তো আর স্বপ্ন দেখি না। আমাদের সকলের মুখমণ্ডল একরকমের। আমরা আর্যদের বংশধর। আমাদের মুখমণ্ডল আরব কিংবা রোমানদের মতো নয়। আমাদের স্বপ্ন এবং আমাদের মুখমণ্ডল ভারতীয়।'
হিন্দিতে লেখা বই 'ভারতীয় মুসলমান: একতা এবং আধার'-এর উদ্বোধন অনুষ্ঠানে RSS নেতা রাম লাল বলেন, 'হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজন এবং শত্রুতা তৈরির প্রয়াস করা হয়েছে। কিন্তু, বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। ভারতে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের। দুনিয়া মনে করছে তা আগামী ১০ বছরে হয়ে যাবে। নিশ্চয়ই তা সম্ভব হবে। নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে ভারতকে। আমাদের সকলকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে। একটি নির্দিষ্ট দিশা নিতে হবে। সমাজের সকল সম্প্রদায়কে একসঙ্গে আসতে হবে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় এই একতার চিত্র দেখা গিয়েছে। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অযোধ্যায় উপস্থিত ছিলেন।'