• 'ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি!' ব্যারাকপুরে টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। রাজ্যের ৪২টি কেন্দ্রের নামই একসঙ্গে ঘোষণা করা হয়েছে। সেখানে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। বর্তমান নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ। এবার তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল দল। আর পার্থ ভৌমিককে প্রার্থী করার পরেই ক্ষোভের সুর ধরা পড়ল অর্জুন সিং-এর গলায়।এদিন অর্জুন সিং বলেন, 'আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম, ব্যারাকপুরে লড়ব, ব্যারাকপুরের বাইরে লড়ব না। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত টিকিট দেওয়া হল না। এটা জীবনের অঙ্গ। দুঃখ শুধু এটাই, যদি দল আগে বলে দিত যে দেব না, সেভাবে চিন্তাভাবনা করতাম। দলের দায়িত্ব কেন নেব? দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না, শুধু সাংদ ছিলাম। আমাকে বলা হয়েছিল যে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বলে দেওয়া হল টিকিট দেওয়া হবে না। এটা বিশ্বাস ভঙ্গ হয়েছে, ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি।

    ফের দল পরিবর্তন করবেন অর্জুন সিং?হ্যাঁনাজানি না

    অর্জুন সিং আরও বলেন, 'আমি মরশুমী ফল নয়, বারো মাসের ফল। সবসময় রাজনীতিতে থাকি,মানুষের সঙ্গে থাকি। মনে আক্ষেপ তো থাকবেই। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরকে ছেড়ে যাব না, এখানে জন্মেছি, এখানে মরব।' তাহলে কি ফের অন্য কিছু ভাবছেন অর্জুন সিং? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্জুন জানান, এখনও তেমন কিছু ভাবেননি, কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। একইসঙ্গে দলের হয়ে প্রচারে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, দল চাইলে বা পার্থ ভৌমিক চাইলে তিনি চিন্তাভাবনা করবেন।

    প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুনকে প্রার্থীও করে বিজেপি। কড়া টক্করের মধ্যে দিয়ে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হন অর্জুন সিং। যদিও বিজেপিতে থেকেই নিজের সাংসদ পদের পাঁচ বছর শেষ করেননি তিনি। ২০২২ সালের মে মাসেই ফের তৃণমূলে'ঘর ওয়াপসি' হয়। তারপর থেকে তৃণমূলেই রয়েছেন তিনি। যদিও এবার ব্যারাকপুরের টিকিট না পেয়ে রীতিমতো ক্ষোভ ধরে পড়ল তাঁর গলায়। এখন দেখার লোকসভা নির্বাচনের আগে ফের কোনও বড় পদক্ষেপ করেন কি না, ভাটপাড়ার তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। এদিকে অর্জুনকে প্রার্থী না করায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুনের অনুগামীরা।
  • Link to this news (এই সময়)