• Indian Student Missing In US: আমেরিকায় নিখোঁজ ভারতীয় তরুণী
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • নিউইয়র্ক: আবার আমেরিকা। আবার ভারতীয়। পারডু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২৫ বছরের ফেরিন খোজা গত ১০ দিন ধরে নিখোঁজ। তাঁকে ১ মার্চ নিউ ইয়র্কের কুইন্স বরোতে তাঁর বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল। তার পর থেকেই আর কোনও খোঁজ নেই। জানা গিয়েছে, তিনি ‘বাইপোলার ডিজ়অর্ডার’-এ ভুগছেন। ফেরিনের ছবি দিয়ে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ফেরিনকে খুঁজে বার করতে গোয়েন্দাও নিযুক্ত করা হয়েছে বলে খবর।নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ফেরিন খোজা নামে ১ মার্চ রাত ১১টার দিকে নীল জিন্স, একটি সবুজ সোয়েটার এবং একটি জলপাই সবুজ জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, যেহেতু তাঁর বাইপোলার ডিজ়অর্ডার রয়েছে, তাই নিজে থেকেই তিনি কোথাও চলে গিয়ে থাকতে পারেন। তবে অপহরণের তথ্যও খারিজ করে দিচ্ছে না তারা। নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেলকে ওই বিষয়ে জানানো হয়েছে।

    বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফেরিন খোজা নামে বছর ২৫-এর ওই মহিলা গত ১ মার্চ থেকে নিখোঁজ। বন্ধুদের সঙ্গে ‘নাইট ক্লাবে’ যাবেন বলে বাড়িতে জানিয়েছিলেন। রাত এগারোটা নাগাদ তিনি বেরিয়ে যান। তবে পর দিন বেলা পর্যন্তও ফেরিন বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা। মেয়ের খোঁজে পুলিশের কাছে যান তাঁরা।
  • Link to this news (এই সময়)