Kuno National Park: হাই ফাইভ! কুনোয় নয়া অতিথি, ৫ শাবকের জন্ম গামিনীর
এই সময় | ১১ মার্চ ২০২৪
সুখবর এল মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে। পাঁচ শাবকের জন্ম দিল স্ত্রী চিতা গামিনী। সকলের সঙ্গে এ তথ্য ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। শাবকগুলির ছবিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তিনি। ছবিটিতে সদ্যোজাতদের আদর করতে দেখা যায় গামিনীকে। স্ত্রী চিতা গামিনীর বয়স এখন পাঁচ। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল গামিনীকে। গামিনীকে গত বছরেই দক্ষিণ আফ্রিকার তোয়ালু কালাহারি রিজার্ভ থেকে আনা হয় ভারতের মাটিতে।
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'হাই ফাইভ, কুনো! দক্ষিণ আফ্রিকা থেকে আনা পাঁচ বছরের গামিনী জন্ম দিয়েছে পাঁচ শাবকের। এনিয়ে ভারতে জন্ম নেওয়া চিতার শাবকের সংখ্য়া বেড়ে হল ১৩।' বন কর্মকর্তা, পশু চিকিৎসক, কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে শাবক সহ চিতাবাঘের মোট সংখ্য়া বর্তমানে ২৬।
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়। সেগুলি কুনোর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা দ্বিতীয় দফায় আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। বর্তমানে কুনো ন্যাশনাল পার্কে চিতার সংখ্যা ২৬। ২৬টি চিতার মধ্যে ১৩টি শাবক ও ১৩টি প্রাপ্তবয়স্ক চিতা। উল্লেখ্য়, জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল তিনটি চিতা শাবক। এক্স হ্যান্ডেলে তিনি ওই তিন চিতা শাবকের ছবিও শেয়ার করেন পরিবেশ মন্ত্রী। নামিবিয়ান চিতা জ্বালা তিনটি শাবকের জন্ম দেয়। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। প্রথম দফাতেই ভারতে এসেছিল স্ত্রী চিতা 'জ্বালা'। ২০২৩ সালের মার্চ মাসে কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছিল 'জ্বালা'। তার মধ্যে তিনটি শাবকের মৃত্যু হয়েছিল। প্রায় এক বছরের ব্যবধানে আরও তিনটি শাবকের জন্ম দেয় সে। একের পর এক চিতার মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদীর এই স্বপ্নের প্রকল্প নিয়ে হাজারও প্রশ্ন উঠেছিল। ২০২২ সালে কুনো পার্কে তাদের আনার পর গত একবছরে ১০টি চিতার মৃত্যুর খবর মেলে। তবে কুনোর জাতীয় উদ্য়ানে নতুন তিন অতিথি আসার পর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ভালো ইঙ্গিত এটা। ভারতীয় পরিবেশ, জলবায়ুতে চিতাগুলি যে খাপ খাইয়ে নিচ্ছে, এটা তারই প্রমাণ।