Weather Forecast : মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের দাপট! কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা
এই সময় | ১১ মার্চ ২০২৪
রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। কিন্তু, স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত সেভাবে গরম পড়েনি কলকাতায়। হালকা শীতের আমেজ, তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নীচে। রীতিমতো মনোরম পরিবেশ। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে ওডিশাতে অবস্থান করছে তিন তিনটি ঘূর্ণাবর্ত। এছাড়াও তামিলনাডু থেকে শুরু করে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সকাল থেকে হালকা শীতের আমেজ থাকবে শহর কলকাতায়। মনোরম পরিবেশ থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতি-শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহবিদরা। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। এই সপ্তাহেও বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। পরিষ্কার থাকবে আকাশ। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকতে পারে। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অপেক্ষাকৃত গরম বেশি পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল-মে মাসে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়তে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
বুধবারের পর হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
একনজরে দেশের আবহাওয়া
আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন পঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। সিকিম ও ওডিশায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণ ভারত সহ কেরালা সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারত পার্বত্য এলাকায়।