Voter Card Apply Online : ভোটার আইডি কার্ডের জন্য কী ভাবে আবেদন? লোকসভা নির্বাচনের আগে জেনে নিন পদ্ধতি
এই সময় | ১১ মার্চ ২০২৪
লোকসভা ভোট আসন্ন। আর কিছুদিনের মধ্যেই নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। BJP এবং কংগ্রেস ইতিমধ্যেই প্রথম ধাপের প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে। তৃণমূল বাংলার ৪২টি কেন্দ্রেই প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছে। ভোটের লাইনে দাঁড়ানোর আগে দেখে হাতে ভোটার কার্ড রয়েছে তো?
ভোটার কার্ডের জন্য কী ভাবে আবেদন করবেন?নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও ভারতীয় নাগরিকের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলেই তিনি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর কাছে নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে। সঙ্গে থাকতে হবে সচিত্র পরিচয়পত্র। এ ক্ষেত্রে আধার কার্ড, পাসপোর্ট, হাইস্কুলের মার্কশিট ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি লাগবে ঠিকানার প্রমাণ।ভোটার কার্ডের আবেদন করার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://voters.eci.gov.in/)
ফর্মস ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে থেকে যেতে হবে ফিল ফর্ম ৬। নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইমেল আইডি, ফোন নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করতে হবে।
একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অটোমেটিক্যালি ফর্মের পাতায় নিয়ে যাবে ওয়েবসাইট। এরপর ব্যক্তিগত তথ্য দিতে হবে। যেমন যোগাযোগ নম্বর, আধার কার্ড নম্বর, বাড়ির ঠিকানা ইত্যাদি।
প্রয়োজনীয় তথ্যের স্ক্যান কপি আপলোড করতে হবে সেখানে। যেমন সচিত্র পরিচয়পত্র, বাড়ির ঠিকানার প্রমাণ, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি।
ভোটার কার্ড থাকলেই লোকসভায় ভোটদান নয়লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য একমাত্র গ্যারান্টি ভোটার কার্ড নয়। এমনটাও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। ভোটার কার্ড থাকলেই যে ভোটদান করা যাবে, তেমনটা নয়। কারণ লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য ভোটার তালিকায় নাম থাকাটাই বাধ্যতামূলক। গত ২২ জানুয়ারি লোকসভার জন্য ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।https://electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে ক্লিক করে ভোটার তালিকায় নিজেদের নাম দেখা যাবে। এ ছাড়া BLRO অফিসে গিয়েও ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা জানা যাবে। লখনউয়ের জেলা নির্বাচনী আধিকারিক সূর্যকুমার গঙ্গবার বলেন, 'ভোটার তালিকায় নাম না থাকলে আগামী ২৫ মার্চের মধ্যে ফর্ম ৬ ফিল আপ করে জমা করতে হবে। তাহলেই লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিজের নাম তুলবে পারবেন। আবেদনকারী ১ এপ্রিল ১৮ বছর পূর্ণ করলে তাঁর আবেদন স্বীকার করা হবে। তাঁর নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে।'