• বাম-কংগ্রেসের জোট হবে? মুখ খুললেন বিমান বসু
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • বাম - কংগ্রেসের জোট কি শেষ পর্যন্ত হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। এরই মাঝে এই বিষয়ে মুখ খুললেন বামফ্রন্ট চেয়রাম্যান বিমান বসু। উলুবেড়িয়ায় এক সভায় বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসু বলেন, কংগ্রেসের সঙ্গে আমাদের জোট এখনও কিছু চূড়ান্ত হয়নি। আর সেই কারণে এই বিষয়ে কিছু বলতেও পারছি না। ওরা কথা বলতে চেয়েছিল, কিন্তু ওরা কী করবে এখনও সেটা জানায়নি।রবিবার উলুবেড়িয়া গরুহাটায় নবরূপে সজ্জিত সিপিএমের দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন বিমান বসু। এদিন কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি একটি জনসভায় বক্তব্যও রাখেন বিমান। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেসে আরএসএস-এর বুদ্ধি অনুযায়ী চলে। তার সবথেকে বড় নিদর্শন আরএসএস-এর প্রধান যখন তখন মমতা বন্দোপাধ্যায়কে বিশেষ উপহার পাঠান। এমনকী আরএসএস-এর বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন আরএসএস-এর প্রশংসা করেছিলেন, সেইরকম আরএসএস-ও তাঁর প্রশংসা করেছিল।' এদিন বিমান বোস অভিযোগ করে বলেন, 'তৃণমূল বিজেপি বোঝাপড়া করে চলছে। সুতরাং এদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে।'

    এদিন দলীয় কর্মীদের উদ্দ্যেশে বিমান বসু বলেন, 'সামনেই লোকসভা নির্বাচন। সেই কারণে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে। তাদের কাছে দেশের বিপদের কথা তুলে ধরতে হবে। মানুষের পরামর্শ নিতে হবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে।' কোনভাবেই কাউকে তাচ্ছিল্য় করা যাবে না বলেও সর্তক দলীয় কর্মীদের করে দেন বিমান বসু। ব্রিগ্রেডের জনগর্জন সভায় সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী কোনও কথা না বলায় বিমান বোস বলেন, 'সন্দেশখালি নিয়ে ওদের মুখ পুড়েছে বলেই ওরা ওই নিয়ে কোনও কথা বলেনি।'

    প্রসঙ্গত, গত শনিবার পূর্ব মেদিনীপুরে এক কর্মসূচিতে যোগ দেন সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানে তাঁকে কংগ্রেসে সঙ্গে জোট ও প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কংগ্রেসের সঙ্গে কী হবে জানি না।' একইসঙ্গে সূর্যকান্ত বলেন, দিল্লি যাচ্ছি, পলিটব্যুরোর মিটিং আছে। সোমবার রাতের মধ্যে সেখান থেকে ফিরব, তার মধ্যে যা হওয়ার হবে।' এর পরেই মহম্মদ সেলিমের মুর্শিদাবাদ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের উত্তরে সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক বলেন, 'এখনই প্রার্থী তালিকা হচ্ছে না, এটা তো শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন নয়, সারা দেশের বিষয় ঠিক করতে হয়, পলিটব্যুরোর বৈঠক আছে, সেখান থেকেই যা ঘোষণা হওয়ার হবে।'
  • Link to this news (এই সময়)