বিজেপির সভা থেকে পুলিশের গাড়িতে হামলা, আহত এসডিপিও
এই সময় | ১১ মার্চ ২০২৪
এই সময়, খেজুরি: বিজেপির পথসভা থেকে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। রবিবার সন্ধ্যায় গোলমালের ঘটনা ঘটে জনকার শ্যামপুরে। এই হামলার ঘটনায় কাঁথির এসডিপিও-সহ ৫ পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, বিজেপির দাবি, পুলিশের আক্রমণে ৪ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।এ দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ শ্যামপুর মোড়ে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়। ওই সভায় প্রার্থী সৌমেন্দু অধিকারী-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা চলাকালীন কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে রুট মার্চের জন্যে পুলিশ বাহিনী জনকা বোগা রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিলেন।
হঠাৎ করে পুলিশের গাড়ি শ্যামপুর মোড়ে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। পুলিশ সভা বন্ধ করতে এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তে। এরপর বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বিজেপি কর্মীদের ঠেলে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত বিজেপি কর্মীরা লাঠি-ইট নিয়ে পুলিশের গাড়ির উপরে হমলা করে বলে অভিযোগ।
ইটের আঘাতে পুলিশের গাড়ির সামনে ও পিছনের কাচ ভেঙে যায়। এসডিপিও দিবাকর দাস বলেন, ‘রুটমার্চের জন্যে এলাকায় গিয়েছিলাম। পুলিশের গাড়িতে আমি ছিলাম। সেই সময়ে এলাকায় বিজেপির একটি সভা চলছিল। আচমকা বিজেপির লোকজন আমার গাড়িতে হামলা চালায়। আমার চোট লেগেছে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ৫ জন পুলিশকর্মী।’
যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ কী করতে এলাকায় গিয়েছিল। সভায় প্রচুর লোক হয়েছিল। মাঠ ভর্তি হওয়ায় রাস্তার উপরে অনেকে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে পুলিশের গাড়ি সভার কাছে এলে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। কোনও হামলা চালানো হয়নি। এই ঘটনায় আমাদের ৪ জন কর্মী আহত হয়েছেন।’