• বসিরহাট-বালুরঘাট সহ ১৪ আসনে প্রার্থী দিতে চায় ISF, জোট নিয়ে চর্চা আলিমুদ্দিনে
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • দুয়ারে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে BJP। অন্যদিকে, ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। কিন্তু, বাম-কংগ্রেস বা ISF-এর তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।প্রশ্ন উঠছে, তবে কি একুশের মতো জোটের পুনরাবৃত্তি হতে চলেছে? উলুবেড়িয়ায় এক সভায় বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসু অবশ্য জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট প্রসঙ্গ এখনও চূড়ান্ত নয়। এদিকে সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে CPIM-এর সদর দফতরে বিমান বসুর সঙ্গে বৈঠক করেন ISF-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। সূত্রের খবর, জোট নিয়ে সমঝোতা চেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে ISF। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকির দল ৪২টির মধ্যে ১৪ থেকে ১৫টি আসনের জন্য আর্জি জানিয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, বালুরঘাট, মুর্শিদাবাদ, মালদার মতো কেন্দ্রগুলি। মূলত সংখ্যালঘু অধ্যুষিত লোকসভাগুলিকেই পাখির চোখ করে এগোতে চাইছে ISF, মনে করা হচ্ছে এমনটাই।

    এদিকে ISF-এর এতগুলি আসন দাবি করার পর এই নিয়ে চর্চা শুরু হয়েছে আলিমুদ্দিনেও। সূত্রের খবর, শরিকদের সঙ্গে আলোচনা করছে CPIM। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আমরা কোথায় কোথায় প্রার্থী দিতে ইচ্ছুক তাও CPIM-কে জানানো হয়েছে। জোটের স্বার্থে কোথায় কোথায় প্রার্থী দেব সেই তালিকেও জানানো হয়েছে।’ তবে এই তরুণ নেতার আরও সংযোজন, ‘জোটের স্বার্থে আমরা সমঝোতায় যেতে রাজি রয়েছি। অপর পক্ষও এগিয়ে আসবে বলে আশা করছি। ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ব।’

    'জগাসুরকে বধ করে নদিয়ায় শান্তি ফিরিয়ে আনব' আশ্বাস মুকুটমণি অধিকারীর

    শোনা যাচ্ছি নওশাদ নাকি নিজে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হতে চেয়েছেন। এই বিষয়ে অবশ্য রাখঢাক করেননি নওশাদ নিজেও। তিনি বলেন, 'আমি প্রস্তাব রেখেছি। সবপক্ষ ভাবনা চিন্তা করে দেখছে।’ এদিকে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে বিমান বসু বলেন, 'কংগ্রেসের সঙ্গে আমাদের জোট নিয়ে কোনও কিছু চূড়ান্ত হয়নি। আর সেই কারণে এই নিয়ে কিছু বলতে পারছি না। ওরা কী করবে তা এখনও জানায়নি।'

    এদিকে এই প্রসঙ্গে বাম নেতা রবীন দেব বলেন, 'ওরা ওদের দলের পক্ষ থেকে আসন চেয়েছে। বামফ্রন্টের এতগুলি শরিক দল রয়েছে। আলাদা করে আলোচনা হয়েছে। সামগ্রিক আলোচনা হবে। তাঁরা যদি মূল উদ্দেশ্যে স্থির থাকেন সেক্ষেত্রে আশা করি সমস্ত পক্ষের সিদ্ধান্তকে সম্মতি জানাবেন।'
  • Link to this news (এই সময়)