BJP Candidate List : তৃণমূলের প্রার্থী দেখে রদবদল? বিজেপির ২৩ প্রার্থী নিয়ে তুঙ্গে জল্পনা
এই সময় | ১১ মার্চ ২০২৪
শাসক দল ইতিমধ্যে বাংলার ৪২টি আসনের প্রার্থীর নাম ইতিমধ্যে ঠিক করে ফেলেছে। বিজেপি ২০টি আসনে প্রার্থীর নাম দিয়ে আটকে রয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ১০ মার্চের মধ্যে বাংলা সহ একাধিক রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করার টার্গেট ছিল। কিন্তু, সেটা এখনও সম্ভব হয়নি।আসানসোল কেন্দ্রের ঘোষিত প্রার্থী পবন সিং নাম প্রত্যাহার করেছেন। এখনও ২৩টি আসনের তালিকা প্রকাশের অপেক্ষায় গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। বাকি আসন গুলিতে কারা প্রার্থী হবেন, সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। বিশেষত, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর শেষ মুহূর্তে কিছু আসনে প্রার্থী বদল করা হতে পারে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে আসানসোল কেন্দ্র থেকে পবন সিং নিজের নাম তুলে নিয়েছেন। সেখানে নুতন প্রার্থী কাকে করা হতে পারে, সেই নিয়ে দোলাচল রয়েছে। পাশাপাশি, রাজ্যের একাধিক নেতা বা নেত্রী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভেট চড়িয়েও লাভ হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব মূলত বেসরকারি সমীক্ষক সংস্থার রিপোর্ট এবং একাধিক কেন্দ্রীয় এজেন্সির তালিকা দেখে এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করছে।
উত্তরবঙ্গের আসনগুলো নিয়ে বাড়তি নজর রয়েছে বিজেপির। সেক্ষেত্রে আলিপুরদুয়ার আসনে প্রার্থী বদলের পর ক্ষোভের সঞ্চার হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মধ্যে। রায়গঞ্জের প্রার্থী নিয়েও রয়েছে জল্পনা। জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, মালদার প্রার্থী নিয়ে জল্পনা রয়েছে দলের অন্দরেই। জেলা নেতৃত্বের তরফে একাধিক নাম পাঠানো হলেও কাকে বাছাই করা হবে, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক তাপস রায়। তাঁকে উত্তর কলকাতায় প্রার্থী করার সম্ভাবনা সবথেকে বেশি। এর মাঝেই দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার কেন্দ্রেও বড় চমক দিতে চাইছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে বিজেপি কোনও তারকা মুখের উপর ভরসা করবে, নাকি সাংগঠনিক কোনও ব্যক্তিকে টিকিট দেওয়া হবে, সেই নিয়ে দলের অন্দরেই জল্পনা রয়েছে।
এবারে দলবদলু বা তুলনামূলক খারাপ ব্যাকগ্রাউন্ডের কাউকে প্রার্থী করার ব্যাপারে বুঝেশুনে পা ফেলা হচ্ছে। লোকসভা নির্বাচনে সংগঠনের শক্তির পাশাপাশি কেন্দ্রের প্রার্থীর মুখ চেয়েই অনেক মানুষ ভোট দেন। স্থানীয় ইস্যুকে সাঙ্গ করে ঠিক কাকে বেছে নেওয়া হবে, শেষ মুহূর্তে নিজেরাই জানেন না সেই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীরা। জানা গিয়েছে, আজ, সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার নির্বাচনী কমিটি বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ওই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য শীর্ষ নেত্রত্বে। তবে দ্বিতীয় দফায় বাংলার কোনও প্রার্থীর নাম থাকবে কিনা, সে নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।