Nuclear Attack : মোদীর পরামর্শে ইউক্রেনে পরমাণু হামলার সিদ্ধান্ত বাতিল! দাবি আমেরিকার
এই সময় | ১১ মার্চ ২০২৪
ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার পরিকল্পনা নিয়েছিল রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে মিটেছিল সংকট। রুশ প্রসিডেন্ট ভ্লাদামির পুতিনকে পারমাণবিক হামলা না করার জন্য দিয়েছিলেন পরামর্শ। একটি মার্কিন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাইডেন প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্তা।প্রকৃত ঘটনাটি কী?
২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দুই মার্কিন কর্তার উদ্ধৃতি তুলে ধরে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকির পর ফের পরমাণু বোমা হামলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রাশিয়ার এই পরকিল্পনা জানতে পেরে উদ্বেগ তৈরি হয় মার্কিন প্রশাসনের। হামলা যাতে না করা হয়, রাশিয়াকে তা বোঝাতে নন-অ্যালাইনমেন্ট মুভমেন্টের দেশগুলির দ্বারস্থ হয়েছিল আমেরিকা। মার্কিন কর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাণু হামলা না করার জন্য পুতিনকে বুঝিয়েছিলেন তিনি।
এর বিপদ নিয়ে করেছিলেন সতর্ক। শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, রাশিয়াকে বোঝাতে আরও বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছিল বলে ওই দুই মার্কিন কর্তা জানিয়েছেন। ভারত ও অন্যান্য দেশগুলি এগিয়ে না আসলে, পরমাণু হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করা যেত না বলেও মনে করছেন তাঁরা।
ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বলেছিলেন নরেন্দ্র মোদী?
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর থেকে ভারত সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। সেই সময় রুশ হামলায় কিয়েভের অসামরিক ব্যক্তি হত্যা ঘটনারও নিন্দা করা হয়েছে। এখন যে যুদ্ধের সময় নয়, রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই সঙ্গে দুই দেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দিয়েছিলেন পরামর্শ। উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যুদ্ধের রাস্তা থেকে সরে আসার জন্য আর্জি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের নেতৃত্বে জি-২০ বৈঠকেও যৌথ বিবৃতিতে যুদ্ধ বন্ধের আবেদন জানানো হয়েছিল।
রাশিয়া কী জানিয়েছিল?ইউক্রেনের বিরুদ্ধে একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছিল রাশিয়া। পশ্চিমী দেশগুলি যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবেই পরমাণু হামলা হবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল হুমকি। রুশ হুঁশিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাইডেন প্রশাসনও।