• Asif Zardari Daughter: প্রথমবার পাকিস্তানে ফার্স্ট লেডির আসনে প্রেসিডেন্টের মেয়ে! ইতিহাস বেনজির ভুট্টো কন্যা আসিফার
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • এ যেন অদ্ভূত নিয়তির খেলা! মা ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তারপর সেদেশে এখনও পর্যন্ত আর কোনও মহিলা প্রধানমন্ত্রীর চেয়ার দখল করতে পারেননি। এবার তাঁর মেয়ে হলেন দেশের ফার্স্ট লেডি। নিঃসন্দেহে বেনজির ঘটনা। কারণ সাধারণত প্রেসিডেন্ডের স্ত্রীই দেশের ফার্স্ট লেডির তকমা পান। এই প্রথমবার সেই তকমা পাচ্ছেন প্রেসিডেন্টের মেয়ে। অতীতে কখনই এমনটা হয়নি পাকিস্তানে। ইতিহাসের নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছেন আসিফ কন্যা আসিফা।পাকিস্তানের নিহত প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দুর্নীতি, অপহরণ সহ একাধিক অভিযোগ থাকা জারদারি একদা পরিচিত ছিলেন বেনজির ভুট্টোর রাজনৈতিক জীবনের 'নেপথ্য কারিগর' হিসাবে। ২০০৭ সালে তাঁর স্ত্রী বেনজির ভুট্টো বোমা ও বন্দুক হামলায় নিহত হন। সেবার সহানুভূতির ভোটে প্রথমবার প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। 'মিস্টার টেন পার্সেন্ট'-কুখ্যাতিও রয়েছে তাঁর ঝুলিতে। অভিযোগ তিনি নাকি রাবার ও স্ট্যাম্প চুক্তি ভাগ নিতেন। তবে সেযাই হোক না কেন এবার নয়া ইতিহাস রচনা করতে চলেছেন বেনজির ভুট্টো ও আসিফের মেয়ে আসিফা ভুট্টো জারদারি। এই প্রথমবার পাকিস্তানের প্রেসিডেন্টের ফার্স্ট লেডি হিসেবে মেয়ের নাম ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। যেহেতু স্ত্রী প্রয়াত হয়েছেন তাই তার জায়গায় মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে চলেছেন জারদারি। সূত্রের খবর, আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডির প্রোটোকোল ও সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আসিফার ফার্স্ট লেডি হওয়া চিরাচরিত নিয়মের ব্যতিক্রমই বটে। কারণ এমনটা পাকিস্তানের ইতিহাসে কস্মিনকালেও ঘটেনি।

    রবিবার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টি (PPP)-কো চেয়ারম্যান আসিফ আলি জারদারি। শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয়। এতে আসিফ আলি জারদারি ভোট পান ৪১১। আসিফের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন জারদারি। এই সময়কালের মধ্যে পাকিস্তানে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন জারদারি। বর্তমানে তাঁর বয়স ৬৮ বছর। দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে বসে কী পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে পাকিস্তানের আমজনতা। ক্ষমতায় এসেই মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করে পাকিস্তানে এক নয়া ইতিহাস তৈরি করবেন ফেলবেন তিনি।
  • Link to this news (এই সময়)