৬ বছরের মধ্যে ডুবে যাবে কলকাতা! ভয়াবহ পরিণতি ভেনিস-অ্যামস্টারডামেরও, আশঙ্কাবাণী গবেষকদের
এই সময় | ১১ মার্চ ২০২৪
২০৩০ সালের মধ্যে বিশ্বের একাধিক শহর জলের নীচে ডুবে যেতে পারে। এমনটাই আশঙ্কা বিজ্ঞানীদের। এই তালিকায় রয়েছে কলকাতাও। যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে তিলোত্তমা। সতর্কবাণী বিশেষজ্ঞদের।বিশ্ব উষ্ণায়নের জেরে অপেক্ষাকৃত নীচু শহরগুলি ভবিষ্যতে জলের তলায় ডুবে যেতে পারে। মূলত উপকূলবর্তী শহরগুলির ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। এ ছাড়াও বন্যাপ্রবণ এলাকাগুলিতে বিপদ আছড়ে পড়ার সতর্কবাণীও দিয়েছেন বিজ্ঞানীরা।
কোন কোন শহর জলের নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা?মিয়ামি- বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০৩০ সালের মধ্যে তলিয়ে যেতে পারে বিশ্বের একাধিক শহর। মিয়ামি শহরে এই তালিকায় সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই শহরে সমুদ্রের জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বন্যার আশঙ্কা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে। পরিকাঠামো ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ব্যাংকক- এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ব্যাংকক। প্রতি বছর এই শহর দুই থেকে তিন মিটার করে তলিয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
অ্যামস্টারডাম- ২০৩০ সালের মধ্যে অ্যামস্টারডামের থা খাম, সামুত প্রকান এবং বিমানবন্দর ডুবে যেতে পারে। আগামী ১০ বছরের মধ্যে এই শহরে সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা। এর ফল হতে পারে মারাত্মক।
বাসরা- ইরাকের বন্দর শহর বাসরা। চারপাশ ঘেরা নরম মার্শল্যান্ডে। এই শহরেরও জলস্তরও বাড়তে শুরু করেছে।
হো চিন মিন- হো চিন মিন শহরও একইরকম ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছে। বন্যা, ঝঞ্ঝা, সাইক্লোন পরের পর আঘাত করতে পারে এই শহরকে। হো চিন মিন সিটির পূর্বে অবস্থিত মেকং নদীর জলস্তর বাড়তে শুরু করায় ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠবে এই এলাকা।
কলকাতা- ভয়াবহ বন্যার কবলে পড়বে কলকাতা শহর। প্রবল ঝড়বৃষ্টি হবে এ শহরে। গঙ্গার পাড়ে অবস্থিত মহানগরের একাংশ ভবিষ্যতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা।
নিউ ওরনিলস- মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শহর নিউ ওরলিনস। দ্রুতহারে এই শহরের একাধিক অংশ সমুদ্রের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা। প্রতি বছর দুই ইঞ্চি করে তলিয়ে যাচ্ছে নিউ ওরলিনস। এমনটাই জানাচ্ছেন গবেষকরা।
ভেনিস- মাঝে মাঝে বন্যার কবলে পড়ে ভেনিস শহরটি। বড় বড় জোয়ার দেখা যায়। প্রতি বছর এই সুসজ্জিত শহর ০.৮ ইঞ্চি করে তলিয়ে যাচ্ছে। সতর্কবাণী বিজ্ঞানীদের।
পোটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ অ্যান্ড ক্লাইমেট অ্যানালিটিক্সের তরফে দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের তত্ত্বাবধানে গত বছর একটি সমীক্ষা করা হয়। বিষুবরেখার কাছাকাছি অবস্থান করায় ভারতের উচ্চ অক্ষাংশের তুলনায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে সমীক্ষায় উঠে আসে। এর জেরে শহরাঞ্চলে নোনা জলের প্রবেশ ঘটবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর এতটাই বাড়তে শুরু করেছে যার জেরে ১২টি উপকূলীয় শহর সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে। এই তালিকায় রয়েছে মুম্বই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম। চলতি শতাব্দির শেষে এই শহরগুলি তিন ফুট জলের নীচে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে রিপোর্টে।