• 'সুন্দর দেখে মানুষ আর ভোট দেবে না', জুনকে কটাক্ষ দিলীপের
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। এদিকে এই কেন্দ্র থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে জোর জল্পনা, সংশ্লিষ্ট কেন্দ্রের বর্তমান সাংসদ দিলীপ ঘোষের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির।এদিকে মেদিনীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন জুন মালিয়া। দলনেত্রীর ভরসা অটুট রেখে জয়ীও হয়েছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের কথায়, জুন মালিয়া জয়ের পরেও নিজের কেন্দ্রের একাধিক অংশে নিয়মিত জনসংযোগ করেছেন। একইসঙ্গে অভিনেত্রী হিসেবে তাঁর আলাদা একটি জনপ্রিয়তাও রয়েছে। ফলে জুন মালিকা প্রতিপক্ষের কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ।

    অন্যদিকে, জুন মালিয়াকে শুভেচ্ছা জানিয়েও স্বভাবসুলভ ভঙ্গিমায় কটাক্ষ করতে শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তিনি সোমবার বলেন, ‘ ওই রকম সুন্দর মানুষ দেখে আর ভোট দেবে না। সেই অভিজ্ঞতা মানুষের ভালো নয়।’

    তিনি এদিন বলেন, 'জুন মালিয়াকে শুভেচ্ছা রইল। পার্টি ওঁকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক নেতাকে দেখেছে। অনেক বড় বড় নেতা মেদিনীপুরে দাঁড়িয়েছিলেন। তাঁরা গোটা ভারতবর্ষের মুখ। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ ভোট দেবেন। এখানে অনেক উন্নয়ন মানুষ দেখেছে। ' তিনি আরও বলেন, '৩০৪ কোটি টাকা দিয়ে কাঁচাই ব্রিজ হবে। রেল পরিষেবা উন্নত করা হচ্ছে। মানুষ অনেক উন্নয়ন দেখেছে। রেলের মাধ্যমে খড়্গপুরের উন্নয়নে মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। সুন্দর মুখ দেখে মানুষ আর ভোট দেবে না।'

    'আমি মরশুমি ফল নই, বারো মাসের ফল' ক্ষোভ প্রকাশ অর্জুন সিং-এর

    যদিও কবে বিজেপির দ্বিতীয় লিস্ট প্রকাশিত হবে? সেই প্রসঙ্গে মুখ খোলেননি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দিল্লিতে এই প্রসঙ্গে আলোচনা চলছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কিছু কিছু কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।'

    অর্জুন সিংকে তৃণমূল প্রার্থী না করার পর থেকেই জল্পনা তুঙ্গে, তিনি কী বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, 'অর্জুন সিং পুরনো অভিজ্ঞ রাজনীতিক। তিনি তৃণমূলকে চিনতে পারেননি এখনও। তিবি ভাবুন বিজেপিকে অখুশি করেছেন । আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে ওঁকে জেতানোর জন্য লড়াই করেছিলেন। ' তবে অর্জুন সিং প্রতাবর্তন করতে চাইলেও তাঁকে ফিরিয়ে নেওয়া হবে কিনা, সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সেই সিদ্ধান্ত পার্টি নেবে। এই বিষয়ে কোনও মন্তব্য করব না।’
  • Link to this news (এই সময়)