বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর বাড়িতে ফের কেন্দ্রীয় এজেন্সি। এবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর বাড়িতে সিবিআই। ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শংকরের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। শংকর আঢ্যর স্ত্রীয়ের সঙ্গে কথা বলে তাঁর বাড়ির গেটের ভিতরে ঢুকেছেন সিবিআই-এর তদন্তকারীরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তেই তাঁরা শংকরের বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে।একইসঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা। সূত্রের খবর, তাঁর কাছ থেকে নির্দিষ্ট কিছু ফুটেজ চান সিবিআই-এর তদন্তকারীরা। যদিও গোপাল শেঠ জানান, ২৫ দিনের বেশি ফুটেজ থাকে না। তাই যে নির্দিষ্ট ফুটেজ সিবিআই চাইছে তা তাঁর কাছে নেই বলেই জানান গোপাল শেঠ।
এক্ষেত্রে সিবিআই সূত্রে খবর, গত ৫ জানুয়ারি ঠিক কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে চাইছে সিবিআই। আর সেই কারণেই এদিন সঙ্গে করে ফরেন্সিক দলকেও নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন ফরেন্সিক টিমের সদস্যরা। কয়েকদিন আগে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতেও যান কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন তাঁরা।
এদিকে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা। এবার সন্দেশখালির ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানা গিয়েছে। সন্দেশখালি থানা এলাকার বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় এই ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
উল্লেখ্য সোমবারই সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএম-এর। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে পৌঁছতে হয় সন্দেশখালিতে। কিন্তু সেই সভার আগে সোমবার সকাল থেকেই ধামাখালি ঘাট এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। সিপিএম সূত্রে খবর, প্রথমে সন্দেশখালিতে মিছিল করার কথা রয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। সেই মিছিলের পর হবে সভা। প্রসঙ্গত, সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটির ধূনচীখালি বাজারে ১২ বছর আগে দখল হয়ে যাওয়া পার্টি অফিস রবিবারই পুনরুদ্ধার করেছে সিপিএম।