• লোকসভা নির্বাচনে বাংলা থেকে লড়াইয়ের ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের, কোন কোন আসনে প্রার্থী?
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল BJP-ও। কিন্তু, আসানসোলের ঘোষিত প্রার্থী পবন সিং জানিয়ে দিয়েছেন তিনি ওই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করবেন না। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রে BJP প্রার্থী কে হবেন? তা নিয়ে চর্চা চলছেই।এরই মধ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে লোকসভা নির্বাচনে তারা প্রার্থী দিতে চলেছে বলে জানা যাচ্ছে।

    এই ঘোষণা করেছেন সংশ্লিষ্ট সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাত। রবিবার একটি জনসভা করা হয় আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে। সেখানেই ঘোষণা করা হয়, পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী দিতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরেও একইভাবে দেওয়া হবে নির্দল প্রার্থী। শুধু তাই নয়, বালুরঘাট এবং দিনাজপুরেও দেওয়া হবে প্রার্থী।

    সেক্ষেত্রে কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ? তা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহলের একাংশ। এই নিয়ে মুখ খুলেছেন অজিতপ্রসাদ মাহাত । তিনি বলেন, 'কোনও রাজনৈতিক দলকেই আমরা সমর্থন করব না।' পাশাপাশি ওডিশাতে লোকসভা নির্বাচনে ভোট বয়কট করার ডাক দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি, বাম, কংগ্রেস বা তৃণমূল কেউই কুড়মি সমাজের জন্য আলাদা করে কিছু করেনি। বিজেপি চাইলে রেজোলিউশ্যনশন ছাড়া তাদের এসটি তালিকাভুক্ত করতে পারত বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, 'ওরা তা করেনি।'

    এর আগে একাধিক দাবিতে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল কুড়মিদের পক্ষ থেকে। তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি, সারনা ধর্ম এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তির দাবি করেছিল তারা।

    এবার লোকসভা নির্বাচনে তাদের পক্ষ থেকে নির্দল হয়ে প্রার্থী দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখযোগ্যভাবে, এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি এখনও।

    অতীতে নির্ঘণ্ট প্রকাশের আগে প্রার্থীদের নাম ঘোষণার বিশেষ নজির সেভাবে নেই। তৃণমূল নির্ঘণ্ট প্রকাশের দিন সাধারণত কালীঘাট থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে থাকে। কিন্তু, এই বার নজিরবিহীনভাবে ব্রিগেডের জনগর্জন সমাবেশ থেকে নাম ঘোষণা করা হয়েছে প্রার্খীদের।
  • Link to this news (এই সময়)