CAA In West Bengal : 'বাংলায় CAA কার্যকর হতে দেব না', সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর সম্ভাবনার মাঝে ফের হুংকার মমতার
এই সময় | ১১ মার্চ ২০২৪
সোমবার রাতেই নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA নিয়ে জারি হতে পারে বিজ্ঞপ্তি, একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই। লোকসভা ভোটের মুখেই এই আইন কার্যকর করতে চলেছে কেন্দ্র। এদিন রাত ১০ টা নাগাদ জারি হতে পারে বিজ্ঞপ্তি। কিন্তু, প্রশ্ন উঠছে, বাংলায় কি আদৌ জারি হবে CAA? এই প্রসঙ্গে বারেবারে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য।CAA নিয়েই তৎপরতার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি কোনও বৈষম্য হয় তাহলে সেই জিনিস আমরা মানি না। যদি আজকে CAA করে বলে আপনারা নাগরিক তার মানে কি এতদিন তাঁরা নাগরিক ছিলেন না? তার মানে কি এই কারণে মতুয়াদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল। আমি ডিটেলস দেখার পর সব বলব। যদি CAA দেখিয়ে NRC নিয়ে এসে এখানকার মানুষদের নাগরিত্ব বাতিল করা হয় তাহলে আমরা প্রতিবাদ করব। NRC মানতে পারব না।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচন এলেই ওরা কিছু একটা খাইয়ে দেওয়ার চেশ্টা করে। ২০২০ সালে CAA পাশ হয়। এরপর কেন চার বছর লেগে গেল? আজ নির্বাচনের আগে কেন তা ঘোষণা করা হচ্ছে। এটা কি কোনও রাজনৈতিক পরিকল্পনা? যদি কোনও বৈষম্য হয় সেক্ষেত্রে মানব না।'
তাঁর কথায়,' আমি পুরোটা দেখে হাবড়ার মিটিং থেকে বলব। তবে একটা কথা বলব কোনও বৈষম্য মানি না। ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য মানি না। এটা একটা শো অফ করা হচ্ছে বলে মনে হচ্ছে।' তিনি আরও প্রশ্ন করেন, 'যাঁদের জন্য CAA হয়েছে তাঁদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাঁদের ভোট কি মূল্যহীন? কারও নাগরিকত্ব বাতিল হলে আমরা চুপ থাকব না।'
রবিবার ব্রিগেডে বক্তব্য রাখতে গিয়ে CAA নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচনের আগে বলবে CAA করে দেব।' ব্যাঙ্গাত্মক সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্যা নয় ওটা ব্যা দেবে। তারমানে ব্যাকআউট করবে। নির্বাচনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু, আমরা আপনাদের আশ্রয় দেব। আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেত দেব না। NRC করতে দেব না। চিৎকার করে বলুন NRC করতে দেব না, আধার কার্ড বাতিল করতে দেব না।' এর আগেও একই মন্তব্য শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।