CAA : লোকসভা ভোট ঘোষণার আগে 'প্রতিশ্রুতি পূরণ', দেশে CAA জারি মোদী সরকারের
এই সময় | ১১ মার্চ ২০২৪
লোকসভা ভোটের আগে আস্তিনের শেষ তাস বের করল কেন্দ্রের BJP সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার ঘোষণা করল মোদী সরকার। সোমবার বিকেলে দেশজুড়ে CAA বিধি কার্যকর হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে CAA বিধি লাগু হবেই। কোনওভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না। এদিন দুপুর থেকেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল, যে কোনও মুহূর্তে বড়সড় ঘোষণা হতে চলেছে। সেই জল্পনায় সিলমোহর দিয়ে এরপরই এল ধামাকেদার ঘোষণা।
লোকসভা ভোটের আগে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। এই নিয়ে নানা প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। CAA-এর কী প্রভাব পড়তে চলেছে এ দেশের নাগরিকদের উপর? মুসলিম নাগরিকদের ভয় পাওয়ার কারণ রয়েছে কি?
উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই CAA বিল পাশ করিয়েছিল কেন্দ্রের BJP সরকার। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সই করেছিলেন সিএএ বিলে। তবে কেন্দ্রের তরফে এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই নাগরিকত্ব সংশোধনী আইন মোতাবেক, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম দেশ থেকে বিতাড়িত হয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে CAA। বিভ্রান্তি দূর করার জন্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এও স্পষ্টভাবে জানিয়েছিল, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়া অন্য কোনও দেশ থেকে আসা মুসলিম বা কোনও বিদেশি শরণার্থীদের জন্য CAA কার্যকর হবে না। ভারতীয় মুসলিমদেরও উপরও কোনও প্রভাব পড়বে না। কোনও ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না CAA। এমনটাই আশ্বাস দিয়েছে অমিত শাহের মন্ত্রক। এ দেশের নাগরিকদের মৌলিক অধিকারের উপর CAA কোনওরকম প্রভাব ফেলবে না বলেই জানানো হয়েছে।
CAA আইনের অধীনে ঠিক কী পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে? কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি করা হচ্ছে, নাগরিকত্বের জন্য আবেদনের পদ্ধতি অনেকটাই সরল। সূত্রের খবর, CAA আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করার জন্য একটি পোর্টাল চালু হবে। সেই পোর্টালের মাধ্যমেই মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে নাগরিকত্ব পেতে আগ্রহীরা নাম নথিভুক্ত করতে পারবেন।