• Lok Sabha Election : ১৭ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা? তুঙ্গে জল্পনা
    এই সময় | ১১ মার্চ ২০২৪
  • চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনী নির্ঘণ্ট। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক এবং বিরোধী শিবির। প্রার্থীদের নামও ঘোষণা করতে শুরু করেছে একের পর এক দল। এখন কেবল দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। সূত্রের খবর, চলতি বছর ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে রবিবার, ১৭ মার্চ। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।জানা গিয়েছে, আদর্শ নির্বাচনী আচরণবিধি নির্ধারণ করতে একটি স্ট্রিমলাইন বৈঠক করছে নির্বাচন কমিশন। অরুণ গোয়েলের পদত্যাগের পর এই মুহূর্তে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লির বৈঠক শেষে তিনি সোমবারই উড়ে যাবেন জম্মু-কাশ্মীরে। সেখানকার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন রাজীব কুমার। লোকসভা নির্বাচনের পাশাপাশি জম্ম-কাশ্মীরেও নির্বাচন রয়েছে। এই সফর শেষে ফের দিল্লি ফেরার পর রবিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।

    রবিবার ভোটের দিন ঘোষণা?প্রসঙ্গ, দুই নির্বাচন কমিশনারের খালি পদে নিয়োগের জন্য ১৫ মার্চ পর্যন্ত দিন ধার্য করা হয়েছে। তার মধ্যেই নিয়োগের সম্ভাবনা। ফলে শুক্রবার পেরিয়ে শেষ পর্যন্ত রবিবার কি লোকসভা ভোটের দিন ঘোষণা? উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। দিনটি ছিল রবিবার। সে বার নির্বাচন হয়েছিল সাত দফায়। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল থেকে। চলেছিল ১৯ মে পর্যন্ত। ১৭তম লোকসভার ফল ঘোষণা হয়েছিল ২৩ মে, ২০১৯।

    ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট?হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ছড়িয়ে পড়েছে। মেসেজটিতে দেখা যাচ্ছে, আগামী ১২ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন। উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। এরপর ২২ মে ভোটগণনা এবং ফলপ্রকাশ। ২০ জুন নয়া সরকার গঠন। এই ভাইরাল মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। এমন কোনও নির্ঘণ্ট কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করে নির্বাচন কমিশন উল্লেখ করেছে, 'এখনও পর্যন্ত কমিশন কোনও নির্ঘণ্ট প্রকাশ করেনি। একটি সাংবাদিক সম্মেলন করে খুব শীঘ্রই লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে। ফলে যাচাই না করে কোনও বিভ্রান্তিকর মেসেজ শেয়ার বা ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন।'
  • Link to this news (এই সময়)