CBI : ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩, CBI-এর হাতে শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন
এই সময় | ১২ মার্চ ২০২৪
সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার এবার জিয়াউদ্দিন মোল্লা। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই জিয়াউদ্দিন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এর আগে সন্দেশখালি কাণ্ডে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশের পর শেখ শাহজাহানকেও গ্রেফতার করা হয়। এবার ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বাড়ল।সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ ৩। ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে। একাধিক তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই শাগরেদকে।
ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবদ চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করেই ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আর কারা জড়িত, সে ব্যাপারে তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হল বলে জানতে পারা গিয়েছে। তবে, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এই প্রথম গ্রেফতার করল সিবিআই।
উল্লেখ্য, রেশন দুনীতি কাণ্ডের তদন্তের কারণে গত ৫ জানুয়ারি সন্দেশখালি গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানেই শেখ শাহজাহানের বাড়ির কাছে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। একাধিক ইডি আধিকারিকরা আহত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। জিনিসপত্র, সরকারি নথি কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছিল। এই তিন ব্যাক্তি ওই হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।
সেই ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করে ইডি। তবে এই মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হলেও শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাবে কিনা, সে ব্যাপারে পুলিশ ধোঁয়াশায় ছিল। পরে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় রাজ্য পুলিশের শেখ শাহজাহানকে ধরতে কোনও বাধা নেই। এরপরেই কয়েকদিনের মধ্যে রাজ্য পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহান। তবে ইডির আবেদনের ভিত্তিতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই তিনজনকে জিজ্ঞাসাবদ করে ওই দিনের হামলার ঘটনার আরও কিছু তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।