লোকসভা নির্বাচনের ঠিক মুখেই দেশজুড়ে CAA লাগু করা হয়েছে। একদিকে যখন সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, অন্যদিকে উচ্ছ্বাস বিজেপি শিবিরে।CAA লাগু প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ' CAA তৈরিই করা হয়েছে বাস্তবায়নের জন্য। বহু মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তাঁদের প্রত্যেকের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। এর জন্য কারও নাগরিকত্ব যাবে না এটা হলফ করে বলতে পারি।'
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। ১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী; মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হল। নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি।'