• এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে বেফাঁস মন্তব্য, কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • ভোটের আগে এলপিজি গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন কর্নাটকের এক কংগ্রেস নেতা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করেছিলেন অবমাননাকর মন্তব্য। এই মন্তব্যের জন্য কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। শতাব্দী প্রাচীন দল কু-কথার কারিগর বলে করেছেন কটাক্ষ।

    প্রকৃত ঘটনাটি কী

    সম্প্রতি এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে দাবি করেছে বিরোধী দলগুলি। ভোট মিটলেই, দাম কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও ভবিষ্যৎবাণী করেছিলেন বিরোধী নেতারা।এলপিজির দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন কর্নাটকের কংগ্রেস নেতা জিএস মঞ্জুনাথ। চিত্রদুর্গ জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, সামনে লোকসভা নির্বাচন। আর সেকথা মাথায় রেখেই কেন্দ্র সিলিন্ডার প্রতি এলপিজির দাম ১০০ টাকা কমানো সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই প্রধানমন্ত্রীকে নিশানা করে বেফাঁস মন্তব্য করেছিলেন ওই কংগ্রেস নেতা।

    কংগ্রেসের সমালোচনায় প্রধানমন্ত্রী

    কর্নাটক কংগ্রেস নেতার মন্তব্যের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষ থেকে করা হয়েছে পোস্ট। সোমবার দিল্লিতে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গ টানেন কংগ্রেস নেতার বেঁফাস মন্তব্য নিয়ে। প্রধানমন্ত্রীর মতে, যখনই দেশের মহিলাদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন, তখনই তাঁকে লক্ষ্য করে কংগ্রেস নেতারা একের পর এক বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। কংগ্রেসকে কু-কথার কারিগর বলে করেছেন কটাক্ষ।

    মন্তব্য নিয়ে কর্নাটক বিজেপির প্রতিক্রিয়া

    এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে জিএস মঞ্জুনাথের মন্তব্যের কড়া সমালোচনা করেছে কর্নাটক বিজেপি। তারা বলেছে, কাবেরী জলবণ্টন থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে রাজ্যে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্দারামাইয়াকে প্রশ্ন করার ক্ষমতা কংগ্রেস নেতাদের নেই। এরই পাশাপাশি অভিযুক্ত নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছে কর্নাটক বিজেপি।

    প্রসঙ্গত, বিশ্ব নারী দিবসের আগের দিন রাতে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্র। পরিবারের উপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেছিল বিজেপি।

    সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির নেতা ও কর্মীদের সম্মানের ক্ষতি হয়, এমন মন্তব্য না করার জন্য বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বিরূপ মন্তব্য করা হলে, প্রয়োজনীয় পদক্ষেপের নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এই নির্দেশের কয়েক ঘণ্টা যেতে না যেতে নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিরূপ মন্তব্য করলেন কর্নাটক কংগ্রেসের নেতা।
  • Link to this news (এই সময়)