• Eid 2024 Date : মঙ্গলে শুরু রোজা, দেশে খুশির ইদ কবে?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • ভারতে ঘোষিত রমজানের দিনক্ষণ। মঙ্গলবার, ১২ মার্চ থেকে রোজা শুরু করবেন এ দেশের মুসলিম ধর্মাবলম্বীরা। একমাস রোজা শেষে উদযাপিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর। ভারতে ইদ কবে?ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাস, মক্কা থেকে মদিনা যাওয়ার পর ইদ-উল-ফিতর পালন শুরু করেন হজরত মহম্মদ। তাঁদের দাবি হজরত মহম্মদকে ধন্যবাদ জানানোর জন্যই এই ইদ উদযাপন করা হয়। রমজান মাস শুরু হতেই খুশির ইদের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন।

    ২০২৪ সালের ইদ কবে?খুশির ইদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরশাহী। প্রতি বছর যদিও চাঁদ দেখার উপর নির্ভর করে ইদের নির্ঘণ্ট। তার উপর ভিত্তি করে এক একটি দেশ এক একরকমভাবে সরকারি ছুটি ঘোষণা করে। সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা 'আমিরাতস এস্ট্রোনমিক্যাল সোসাইটি'-র তরফে বলা হয়েছে, ২০২৪ সালে মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে রমজান মাস। সে ক্ষেত্রে ৯ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর। সোমবার থেকে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, দুবাই, কাতারের মতো দেশগুলিতে শুরু হয়ে গিয়েছে রমজান মাস। এদিন থেকেই রোজা রাখা শুরু করেছেন আরব দেশের মুসলিম নাগরিকরা। ফলে একমাস শেষে মধ্য প্রাচ্যের দেশগুলিতে ইদ-উল-ফিতর পালিত হবে।

    যেহেতু ভারতে মঙ্গলবার, ১২ মার্চ থেকে রমজান পালন শুরু হচ্ছে, সেই হিসেব অনুযায়ী, এ দেশে খুশির ইদ উদযাপিত হবে ১০ এপ্রিল। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল দিন ঘোষণা হয়নি। সবটাই নির্ভর করবে চাঁদ দেখার উপর।
  • Link to this news (এই সময়)