• Ramadan In India : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদের দেখা, দেশে মঙ্গলে শুরু রোজা
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • অবশেষে অপেক্ষার অবসান। ভারতের আকাশে দেখা গেল পবিত্র রমজান মাস। একইসঙ্গে ঘোষিত হল রমজানের দিনক্ষণ। ভারতে মঙ্গলবার, ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে রমজান মাস। ওইদিন থেকেই প্রথম রোজা রাখবেন মুসলিমরা। মধ্য প্রাচ্যের দেশগুলিতে ইতিমধ্যেই রমজান মাস শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে।আনুষ্ঠানিকভাবে রমজান মাসের চাঁদ দেখার কথা ঘোষণা করেছে নাখোদা মসজিদ। ভারতে ১২ মার্চ থেকে রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার থেকেই রোজা রাখতে পারবেন মুসলিমরা। কোন কোন শহরে কখন পালিত হবে সেহরি ও ইফতার? রইল বিস্তারিত তালিকা

    শহরসেহরি ও ইফতারের সময়আহমেদাবাদসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৬৭ মিনিটবেঙ্গালুরুসেহরি- সকাল ৫টা ১৯ মিনিট, ইউতার- সন্ধ্যা ৬টা ৩১ মিনিটচেন্নাইসেহরি- সকাল ৫টা ৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২০ মিনিটদিল্লিসেহরি- সকাল ৫টা ১৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২৭ মিনিটহায়দরাবাদসেহরি- সকাল ৫টা ১৬ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২৬ মিনিটকলকাতাসেহরি- সকাল ৪টে ৩৫ মিনিট, ইফতার- সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটকানপুরসেহরি- সকলা ৫টা ৬ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ১৫ মিনিটমুম্বইসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটপুনেসেহরি- সকাল ৫টা ৩৪ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটসুরাটসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট

    লখনউ, হায়দরাবাদে ইতিমধ্যেই রমজানের পবিত্র চাঁদ দেখা গিয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতার আকাশেও রমজানের চাঁদ দেখা গিয়েছে। জানিয়েছে নাখোদা মসজিদ।
  • Link to this news (এই সময়)