এবিভিপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়িতে, ব্যাহত যান চলাচল
এই সময় | ১২ মার্চ ২০২৪
ABVP-এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হল শিলিগুড়িতে। সকাল থেকেই এবিভিপি-এর এই অভিযানকে ঘিরে শিলিগুড়িতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তরকন্যায় প্রায় ২ কিলোমিটার আগে মিছিল আটকাতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রবিবার সন্দেশখালি ইস্যুতে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি। শিলিগুড়ি ছাড়াও আশপাশের জেলা থেকে কয়েকশো এবিভিপি কর্মী সমর্থকেরা শিলিগুড়িতে এসেছিলেন। এদিন এসএফ রোড থেকে মিছিল শুরু করে এবিভিপি।
আগে থেকেই তিনবাত্তি মোড়ের কাছে ব্যারিকেড বানিয়েছিল পুলিশ। এদিন এবিভিপি এর মিছিল তিনবাত্তি মোড়ে পৌঁছতেই ব্যাপক ঝামেলা শুরু হয়। মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই এবিভিপি কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পালটা পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করা হয়। অন্যদিকে, বেশ কয়েকজন এবিভিপি কর্মী সমর্থকদের আটক করেছে পুলিশ। তাঁদের এনজেপি থানাতে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থককেও আটক করা হয়েছে। এদিকে উত্তরকন্যা অভিযান ঘিরে দুপুর থেকে সমস্যা পোহাতে হয়েছে নিত্যযাত্রী ও পর্যটকদের। নৌকাঘাট, তিনবাত্তি মোড় হয়ে যারা ফুলবাড়ির দিকে যেতেন তাঁদের ঘুরিয়ে দেওয়া হয়। রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল ওই রাস্তায়। দুপুরের পর সেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অন্যদিকে, এবিভিপি নেতৃত্বরা জানান, শান্তিপূর্ণভাবে উত্তরকন্যায় যাওয়ার উদ্দেশ্য ছিল। কোথাও কর্মী সমর্থকেরা ঝামেলা করেনি। অযথা পুলিশ মিছিল আটকে লাঠিচার্জ করেছে। কয়েকজন রাস্তায় পড়ে গিয়ে জখম হয়েছেন।
যদিও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা জানান, এবিভিপি এর এই কার্যক্রমের কোনও অনুমতি ছিলনা। উল্লেখ্য, সন্দেশখালি ইস্যুতে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রচার আন্দোলন শুরু করে রাজ্য বিজেপি। গতকালই সন্দেশখালি গিয়ে সভা করে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে বিজেপি আরও সুর চড়াবে বলেই ধারণা রাজনৈতিক মহলে। বিজেপির ছাত্র সংগঠনও এদিন সন্দেশখালি ইস্যু নিয়ে মিছিলের আয়োজন করে শিলিগুড়িতে। তবে মিছিলের জেরে বেশ কিছুক্ষণের জন্য সপ্তাহের শুরুর দিন সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রীদের।