• মঙ্গলে মতুয়া অধ্যুষিত এলাকায় সভা মুখ্যমন্ত্রীর, সিএএ নিয়ে কী বার্তা মমতার?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • আর মাত্র কয়েক ঘণ্টা, রাত পোহালেই হাবড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচি ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি ক্ষতিয়ে দেখলেন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু প্রশাসনিক পদাধিকারীরা। মঙ্গলবার ১২ তারিখ হাবড়ার আম্বেদকর স্পোর্টস ময়দানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। তবে যেহেতু দলীয় কোন কর্মসূচি নয়, সম্পূর্ণ প্রশাসনিক কর্মসূচি, তাই এই সভায় দলীয়ভাবে কোন কর্মসূচি নেওয়া হবে না বলেই সাফ জানিয়ে দেন জেলাপরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তবে মুখ্যমন্ত্রী ওই সভা থেকে সিএএ নিয়ে কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর সকলের।মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, 'বিজেপির এটা কাজ, ভোট এলেই সংবাদমাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া। তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম দেখাতে শুরু করেছে রাতের মধ্যেই নাকি ক্যা (CAA) আসবে। ২০ সালে আইনটা পাশ করা হয়েছিল। তারপর ৪ বছর কেটে গেল। নির্বাচনের সময় এটা করার প্রয়োজন পড়ল তার কারণ, এটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম আসলে আইনটা কী করেছে। যে রুলসটা করেছে, তাতে কী বলা আছে? পুরোটা দেখার পর, রিপোর্ট হাতে পাওয়ার পর কাল বিস্তারিত হাবড়ার মিটিং থেকে বলব।'

    এদিন দলীয় নেতৃত্বরা আম্বেদকর ময়দান ঘুরে দেখেন। খতিয়ে দেখেন প্রস্তুতি। ১২ তারিখ বেলা ১১টায় মুখ্যমন্ত্রী আসবেন এই ময়দানে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি লক্ষাধিক মানুষের জমায়েত হবে সভায়। জেলার সকল বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে জেলাশাসক থেকে শুরু করে সকল প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন।

    হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বণ্টন দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হলে বর্তমানে জেলে রয়েছেন। সেক্ষেত্রে তাঁর কেন্দ্রে, এদিন তাঁকে ছাড়াই হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। তাই হাবড়ার তৃণমূল কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর এই সভা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জেলায় এসে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে সেদিকেও বিশেষ নজর থাকবে তৃণমূল কর্মী সমর্থকদের। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বাড়তি উন্মাদনা জেলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

    তবে অর্জুন সিং কি এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন? এই বিষয়ে তৃণমূল নেতা নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'জেলাশাসক যাকে আমন্ত্রণ জানাবেন তিনি আসবেন।' তবে অর্জুন সিং কী করবেন, বা আসবেন কি না সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এমনকী অর্জুন সিংয়ের ফের বিজেপিতে যাওয়ার জল্পনা নিয়েও মুখ খোলেননি তিনি। নির্মল বলেন, 'দলের সর্বোচ্চ নেতৃত্ব যাঁকে প্রার্থী করবে তাঁকেই সকলের মেনে নিতে হবে এবং তাঁর জন্যই সকল বিধায়ককে ঝাঁপিয়ে পড়তে হবে।' তবে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, আগামীকাল প্রশাসনিক সভা হলেও সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কোনও না কোন বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)