Kolkata Municipal Corporation: গল্প বলা অল্প কথা নাকি! টিচারদের ট্রেনিং পুরসভার
এই সময় | ১২ মার্চ ২০২৪
এই সময়: পড়ুয়াদের গল্প বলার পদ্ধতি শেখাতে কলকাতা পুরসভার প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এ বার ট্রেনিং দেওয়া হবে কর্মশালায়। এ জন্য প্রাথমিক ভাবে পুরসভার ১৪টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। শিক্ষা বিভাগ সূত্রে খবর, ধীরে-ধীরে সব স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যই এই ব্যবস্থা হবে।
সম্প্রতি বেশ কিছু পুর-প্রাথমিক বিদ্যালয়ে ‘গল্প ঘর’ গ্রন্থাগার চালু হয়েছে। নানা ভাষার ‘পিকটোরিয়াল বুক’ থাকছে সেখানে। পড়ুয়ারা ক্লাসের ফাঁকে যাতে ‘গল্প ঘর’-এ যায়, তা নিশ্চিত করতে চান কর্তৃপক্ষ। গ্রন্থাগারের দেওয়ালেও রয়েছে নানা রঙিন আকর্ষক ছবি। খুদে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতেই এই উদ্যোগ।
শিক্ষা বিভাগের এক আধিকারিক জানান, সেখানে বই পড়ার পাশাপাশি পড়ুয়াদের গল্প শোনান শিক্ষক-শিক্ষিকারা। আপাত ভাবে গল্প বলা একটা স্বাভাবিক বিষয় মনে হলেও, তার কিছু নিয়মকানুন রয়েছে। এই পদ্ধতি বর্তমানে আধুনিক শিক্ষার একটি পথ।ওই আধিকারিক জানাচ্ছেন, সব গল্প সব ক্লাসের পড়ুয়াদের বলা যায় না। তাই গল্প বাছাইয়ের বড় ভূমিকা রয়েছে এ ক্ষেত্রে। পাশাপাশি পড়ুয়াদের কাছে আকর্ষক ভাবে গল্প বলার ট্রেনিং দেওয়া হবে কর্মশালায়। এ ছাড়া অনেক সময়ে গল্প বলার মাধ্যমে পড়াতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এর পাঠও দেওয়া হবে কর্মশালায়। এই ট্রেনিংয়ে পুরসভাকে সাহায্য করছে দু’টি বিশেষজ্ঞ সংস্থা। পুরসভার শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, ‘পুর-স্কুলের পড়াশোনা আরও মডার্ন করে তোলার জন্য গত দু’বছরে একাধিক পদক্ষেপ করেছি আমরা। গল্প বলার কর্মশালা তারই অঙ্গ।’