বিশ্বের সমস্ত ভাষায় কোরানের অনুবাদ, রমজান মাসে বড় ঘোষণা সৌদি সরকারের
এই সময় | ১২ মার্চ ২০২৪
রমজানের মধ্যে বড় ঘোষণা সৌদি আরবের। বিশ্বের সব ভাষায় কোরান অনুবাদের সিদ্ধান্ত নিয়েছে তারা। বর্তমানে ৭৪টি ভাষায় কোরান অনুবাদ করা হয়েছে। সমস্ত ভাষায় কোরান অনুবাদে ছাড়পত্র দিয়েছেন সৌদি আরবের বাদশা সলমান বিন আবদুল আজিজ। সেই সঙ্গে নেওয়া হয়েছে অনুবাদ কপিগুলি বিশ্বের প্রতিটি দেশে বিতরণের সিদ্ধান্ত।৭৪টি ভাষায় কোরান অনুবাদ
বিশ্বের সমস্ত ভাষায় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান অনুবাদের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোরান অনুবাদে সৌদি আরবকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ১৬টি ইসলামিক দেশও। দেশগুলির এক প্রতিনিধি দল গত শনিবার মদিনার মুদ্রণ কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন।
বিশ্বের সমস্ত ভাষায় পবিত্র কোরান ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মদিনার মুদ্রণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে ৭৪টি ভাষায় কোরান অনুবাদের কাজ সম্পন্ন হয়েছে। রমজানের সময় সেগুলি তুলে দেওয়া হবে মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে।
এরই পাশাপাশি সুবিধার জন্য ডিজিটালে ১২টি ভাষায় কোরান প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন মুদ্রণ সংস্থার এক কর্তা।
বিশ্বের সবচেয়ে বড় মুদ্রণ সংস্থা জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় কোরান মুদ্রণ সংস্থা হচ্ছে মদিনার বাদশা ফাহাদ। বিশ্বের সমস্ত মুসলিম মানুষের কাছে বিনামূল্যে কোরান পৌঁছে দেওয়ার জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
কোরান মুদ্রণের পাশাপাশি কোরান নিয়ে গবেষণা, ক্যালিগ্রাফি, নবির জীবনপ্রকাশের মতো নানান উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে সংস্থাটি। প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ কোটি বেশি কোরানের কপি ছাপিয়েছে মদিনার মুদ্রণ সংস্থাটি। প্রতি বছর ২ কোটির বেশি কোরান মুদ্রণের ক্ষমতা রাখে তারা। সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের সময় ২২টি দেশের ইসলামিক সেন্টার থেকে ৭৪টি ভাষায় অনুবাদ করা কোরানের কপিগুলি বিতরণ করা হবে।
সৌদি আরবের অন্যতম দর্শনীয় স্থান মুদ্রণ সংস্থাটি
প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা মদিনা দর্শনে ভিড় জমিয়ে থাকেন। মদিনা দর্শনের পাশাপাশি মুদ্রণ সংস্থাটিতেও ভিড় করেন তাঁরা। প্রতিদিন স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোরানা মুদ্রণ সংস্থাটি পরিদর্শনের জন্য খোলা রাখা হয়।
প্রসঙ্গত, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়া আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রোজা পালন। তার আগে কোরান নিয়ে সৌদি সরকারের ঘোষণায় বিশ্বের ধর্মপ্রাণ মুসিলমরা মেতেছেন খুশির আনন্দে।