• Weather Forecast : বৃহস্পতি পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহের শেষে বঙ্গে ফের দুর্যোগ?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • ফের বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প কমেছে, শুষ্ক থাকবে আবহাওয়া। আকাশ মূলত থাকবে মেঘলা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে তিলোত্তমায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে চলেছে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। বৃহস্পতি বা শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতালে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ। মঙ্গলবারও শুষ্ক থাকবে আবহাওয়া।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন পরিষ্কার থাকবে আকাশ। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকতে পারে। এছাড়াও এলাকায় উত্তর-পশ্চিমের হাওয়া সকালের দিকে বইতে পারে। চলতি সপ্তাহে জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়। মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।

    জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ বেশিরভাগ অংশে হাওয়া বদল হতে পারে। সিকিম এবং ওডিশায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)