• Drinking Water : মহম্মদ আলি পার্কের বদলে মার্কাস স্কোয়ারে নয়া জলাধার
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • এই সময়: কলেজ স্ট্রিটের মার্কাস স্কোয়ারে ৪০ লক্ষ গ্যালন জলের নতুন জলাধার নির্মাণ করবে কলকাতা পুরসভা। মহম্মদ আলি পার্কের বিকল্প হিসেবে এই নতুন জলাধার নির্মাণ হবে বলে সোমবার পুরসভার মাসিক অধিবেশনে প্রস্তাব পাশ হয়েছে। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের আশা, এই নতুন প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য ও উত্তর কলকাতার জল সরবরাহ ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আসবে। খুব তাড়াতাডি় এই কাজও শুরু হবে।মহম্মদ আলি পার্কে ৪০ লক্ষ গ্যালন জলের একটি জলাধার রয়েছে। কিন্তু সেটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। নির্মাণ বিশেষজ্ঞরা অনেক আগেই পুরসভাকে জানিয়ে দিয়েছিলেন, মহম্মদ আলি পার্কের জলাধারটির বিপজ্জনক দশার কথা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, এই বিপজ্জনক জলাধারের জন্য মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কারণ, দর্শনার্থীদের ভিড়ের চাপে এই জলাধারটির ভেঙে পড়ার সম্ভাবনা ছিল।

    তবে নির্মাণ বিশেষজ্ঞদের ইঙ্গিত সত্বেও, এত দিন সাবধানতা অবলম্বন করেই মহম্মদ আলি পার্কের জলাধার থেকে মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় জল সরবরাহ করেছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ। ওই বিভাগের এক আধিকারিকের কথায়, 'নতুন জলাধার নির্মাণ না করা পর্যন্ত মহম্মদ আলি পার্কের জলাধার থেকে পুরোপুরি জল সরবরাহ বন্ধ করা যাবে না। কারণ, ওই জলাধারের উপরে মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নির্ভরশীল।'

    অথচ, বিকল্প জলাধারের জন্য আশপাশে কোনও জমি পাওয়া যাচ্ছিল না। কারণ, মহম্মদ আলি পার্কের চারপাশে রয়েছে ঘন বসতি। জল সরবরাহ বিভাগের আধিকারিকরা এরপর কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংয়ের পিছনে মার্কাস স্কোয়ারকে বেছে নেন। গত মেয়র পারিষদের বৈঠকেও মার্কাস স্কোয়ারে নতুন জলাধার নির্মাণের সিদ্ধান্তকে অনুমোদন করা হয়।

    কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান,'খুব বেশি দিন আর মহম্মদ আলি পার্কের জলাধারের উপর নির্ভর করা যাবে না। তাই মার্কাস স্কোয়ারের কাজ আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে।'
  • Link to this news (এই সময়)