• CAA Law : 'রাজনৈতিক দলগুলি মুসলিমদের ভুল বুঝিয়েছে', CAA-কে স্বাগত জামাত প্রেসিডেন্টের
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই দেশজুড়ে জারি হল CAA। সোমবার বিকেলে নরেন্দ্র মোদী সরকারের ঘোষণা পর থেকেই হইচই পড়ে গিয়েছে।

    CAA লাগু হতেই বিক্ষোভনাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে প্রতিবাদও শুরু হয়েছে বিভিন্ন মহলে। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, তিরুঅনন্তপুরম এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হয়েছে। এর জেরে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জামিয়া মিলিয়ে ইসলামিয়ার উপাচার্য ইকবাল হুসেন আশ্বাস দিয়ে জানিয়েছেন, CAA নিয়ো কোনওরকম বিক্ষোভকে বাড়তে দেওয়া হবে না। ক্যাম্পাসের অন্দরে শান্তি বজায় রাখা হবে। তিনি বলেন, 'আমরা নিরাপত্তা বাড়িয়েছি। ক্যাম্পাসের অন্দরে এই নিয়ে বিক্ষোভের পরিবেশ বরদাস্ত করা হবে না।'নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জামাত প্রেসিডেন্টেরঅন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম জামাত প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেলভি নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, 'এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। এই আইন নিয়ে মুসলিমদের মনে অনেক বিভ্রান্তি রয়েছে। এর সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আগে কোনও বিধান ছিল না। সে কারণেই এই আইন তৈরি করা হয়েছে।' মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেলভির আরও সংযোজন, 'আগে CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। তার কারণে ভুল বোঝানো হয়েছে মুসলিমদের। কিছু রাজনৈতিক দল এই বিভ্রান্তি ছড়িয়েছে। দেশের প্রত্যেক মুসলিমের উচিত CAA-কে স্বাগত জানানো হয়।'

    কী প্রতিক্রিয়া মুসলিম ল বোর্ডের?পাশাপাশি অল ইন্ডিয়া মুসলিম ল'বোর্ডের (AIMPLB) মৌলানা খালিদ রশিদ ফারাঙ্কি মহলি বলেন, 'আমার কমিউনিটির সমস্ত ভাইদের শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের লিগাল টিম এই নোটিফিকেশন বিস্তারিত পর্যালোচনা করবে। তারপর আমরা এই নিয়ে মতামত প্রকাশ করব।'

    কড়া প্রতিবাদ আসাদুদ্দিন ওয়াইসিরকেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, এই আইনটি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিএএ আইন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তুলবে।' AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসির হুঁশিয়ারি, কেন্দ্রের এই পদক্ষেপ আবার বহু লোককে প্রতিবাদ করে রাস্তায় নামতে বাধ্য করবে।
  • Link to this news (এই সময়)