• Lok Sabha Election : কমিশনের নজরে এবার টোটোও, প্রার্থীদের হিসাব দাখিলের নির্দেশ
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • লোকসভা ভোট আসন্ন। চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। প্রচারের ডঙ্কা ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছে শাসক-বিরোধী দুই শিবির। সেই প্রচারে এবার আসতে চলেছে অভিনবত্ব। কমিশনের তরফে এবার ভোটপ্রচারের খরচের তালিকায় যুক্ত করা হচ্ছে টোটো।বাস, ট্রাক, ট্যাক্সিতে ভোটপ্রচার করে থাকেন প্রার্থীরা। যা প্রার্থীদের খরচের তালিকায় যুক্ত করে নির্বাচন কমিশন। এবারের লোকসভা ভোটে প্রথমবারের জন্য তালিকায় রাখা হচ্ছে টোটো এবং ই-রিকশকেও। এই যানটি ছোট হওয়ায় অলি-গলিতে প্রচারে সুবিধা। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিগত কয়েকটি নির্বাচনে প্রচারের ক্ষেত্রে টোটোকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে সমস্ত রাজনৈতিক দল।

    এবারের লোকসভা নির্বাচনে টোটো বা ই-রিকশ ব্যবহার করে কোনও প্রার্থী প্রচার করলে সেই বাবদ খরচের হিসেব দিতে হবে। প্রার্থীর ভোট খরচের সঙ্গে তা যুক্ত করা হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী ভোটে মোট ৯৫ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। সেই খরচের মধ্যেই এবার যুক্ত হবে টোটো এবং ই-রিকশও।

    তবে নির্বাচনী প্রচারে টোটোর ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম বিধি আরোপ করেছে কমিশন। নির্দেশিকায় জানানো হয়েছে,

    কোনও প্রার্থীর প্রচারে টোটো বা ই-রিকশ ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীকে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে।কতগুলি টোটো কোন কোন এলাকায় কী ভাবে প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে হবে।কমিশন সাফ জানিয়ে দিয়েছে, পারমিটহীন বা অনুমোদনহীন টোটো প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।পুর এলাকায় প্রচারে টোটো ব্যবহার হলে সেই টোটোকে সংশ্লিষ্ট পুরসভার অনুমোদনপ্রাপ্ত হওয়া বাধ্যতামূলক।পঞ্চায়েত এলাকায় টোটোর ব্যবহার হলে চালককে টোটোর জন্য আগে থেকে রিটার্নিং অফিসার মারফত পারমিট সংগ্রহের জন্য আবেদন করতে হবে।কোনও টোটোচালক স্বেচ্ছায় তাঁর গাড়িতে কোনও রাজনৈতিক দলের পোস্টার লাগিয়ে যাত্রী পরিষেবা দিতে পারে, এতে বাধা নেই। তার জন্য আলাদা করে পারমিট বা অনুমোদনের প্রয়োজন নেই।কেন নির্বাচনী প্রচারের খরচের তালিকায় যুক্ত করা হল ই-রিকশ এবং টোটোকে?

    রাজনৈতিক মহল এবং টোটো চালকদের বক্তব্য, আকারে ছোট হওয়ায় গ্রামে গঞ্জে খুব সহজেই ওলি-গলিতে প্রচারের কাজে ব্যবহৃত হয় এই যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই টোটোর ব্যবহারের বাড়বাড়ন্ত। সেই প্রবণতা লক্ষ্য করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
  • Link to this news (এই সময়)