• Iftar Timing Today : রমজান মাসের প্রথম রোজা কত ঘণ্টার? মঙ্গলে কলকাতায় ইফতার শুরু কখন?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • সোমবার সন্ধ্যায় দেখা গিয়েছে রমজানের পবিত্র চাঁদ। তারপরই দেশের মসজিদ কমিটিগুলির পক্ষ থেকে রমজান মাসের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলিমরা। একমাস পর্যন্ত সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে তাঁদের উপোস। পালন করতে হবে সেহরি ও ইফতার। জেনে নিন মঙ্গলবারের নির্ঘণ্ট।

    মঙ্গলবারের সেহরি ও ইফতারের সময়শহরসেহরি ও ইফতারেরআহমেদাবাদসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৬৭ মিনিটবেঙ্গালুরুসেহরি- সকাল ৫টা ১৯ মিনিট, ইউতার- সন্ধ্যা ৬টা ৩১ মিনিটচেন্নাইসেহরি- সকাল ৫টা ৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২০ মিনিটদিল্লিসেহরি- সকাল ৫টা ১৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২৭ মিনিটহায়দরাবাদসেহরি- সকাল ৫টা ১৬ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ২৬ মিনিটকলকাতাসেহরি- সকাল ৪টে ২৯ মিনিট, ইফতার- সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটকানপুরসেহরি- সকলা ৫টা ৬ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ১৫ মিনিটমুম্বইসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটপুনেসেহরি- সকাল ৫টা ৩৪ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটসুরাটসেহরি- সকাল ৫টা ৩৮ মিনিট, ইফতার- সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটপ্রথম রোজা কতক্ষণ?

    চলতি বছর প্রথম প্রথম ইফতার সন্ধ্যা ৬টা বেজে ২৩ মিনিটে হবে। অর্থাৎ প্রথম রোজা ১৩ ঘণ্টা ১৯ মিনিট ধরে চলবে। রমজান মাসের শেষ রোজার সময় হবে ১৪ ঘণ্টা ১৪ মিনিট। এই মর্মে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে দরগা আলা হজরত। এটি বরেলি দরগা নামেও খ্যাত। দরগার প্রধান মৌলানা সুহ্বান রজা খান ওরফে সুহ্বানি মিঞা এবংসজ্জাদানশীন মুফতি অহসন রজা কাদরি ওরফে অহসন মিঞার পক্ষ থেকে জারি করা ক্যালেন্ডারে সেহরি এবং ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই দরগার বরিষ্ঠ মুফতি সলিম নুরী বরেলবি বলেন, 'রমজানের ক্যালেন্ডারে বছরভর অনুষ্ঠিত হতে চলা মুসলিমদের পরম এবং উর্সের তারিখ উল্লেখ করা হয়েছে।' একইসঙ্গে দরগার মিডিয়া কোঅর্ডিনেটর নসির কুরেশি বলেন, 'রোজা এবং ইফতারের দোয়া ছাড়া আলাবা-সদকা-এ-ফিতর, এতেকাফ, তরকীব নমাজ ইদ, ফজাইল রমজান, নমাজ-এ-তরাবীহ এবং মকরুয়াত রোজার সময়ও ক্যালেন্ডারে দেওয়া হয়েছে। এই ক্যালেন্ডার দেশে-বিদেশের ধর্মপ্রাণ মুসলিম ও আল্লাহর ভক্তদের সোশ্যাল মিডিয়ায় এবং পোস্টে পাঠানো হয়েছে।'
  • Link to this news (এই সময়)