• দার্জিলিং লোকসভায় কি দাঁড়াবেন বিমল? জল্পনা
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • এই সময়, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে পাহাড়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। মোর্চার যুব শাখার কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যেই প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমল গুরুং প্রার্থী হলে তাঁরা লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়বেন। তবে গুঞ্জন ছড়ানোর এটুকুই কারণ নয়।মোর্চা সূত্রে খবর, লোকসভা নির্বাচনে জয়ী হতে তিনি কংগ্রেস ও বামেদের সমর্থন চেয়েছেন। সম্প্রতি তিনি এই ব্যাপারে আলোচনা করতে দিল্লিতেও গিয়েছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের প্রতীকে দাঁড়ালেই কংগ্রেস সমর্থনের কথা বিবেচনা করতে পারে। কংগ্রেসের প্রতীকে বিমল গুরুং নির্বাচনে দাঁড়ালে পাহাড়ে এ বার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

    তৃণমূল রাজ্যের সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা আপাতত নেই। কংগ্রেস এখন বামেদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা করছে। বামেরা প্রাথমিক ভাবে দার্জিলিং আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে এ বার লোকসভা নির্বাচনে বিমল গুরুং ময়দানে হাজির হতে পারেন বলেই গুঞ্জন।

    মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য বলেছেন, ‘বিমল গুরুং প্রার্থী হচ্ছেন কি না সেটা এখনও চূড়ান্ত নয়।’ শিলিগুড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার বলেন, ‘বিমল গুরুং প্রার্থী হচ্ছেন কি না বলতে পারব না। তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমরা কোনও নির্দল প্রার্থীকে সমর্থন জানাব না।’

    সিপিএম অবশ্য এই ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সংযত মনোভাব দেখিয়েছে। দলের প্রবীণ নেতা অশোক ভট্টাচার্য বলেন, ‘বিমল গুরুং প্রার্থী হবেন কি না জানা নেই।’
  • Link to this news (এই সময়)