• BJP Candidate : অভিজিতের বিরুদ্ধে প্রচারে চাকরিহারা শিক্ষকরাও, বিলি পোস্টার-লিফলেট
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • এই সময়: চাকরিপ্রার্থীরা তো নামবেনই, এবার বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন তাঁর বিচারে চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকরাও। গত বছর অভিজিতের রায়ে চাকরি যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। এবার তিনি বিচারপতির আসন ছেড়ে বিজেপিতে যোগ দিতেই সরব হয়েছেন চাকরিহারারা।ইতিমধ্যে শহরের নানা প্রান্তে অভিজিতের বিরুদ্ধে পোস্টারও দিয়েছেন তাঁরা। তৈরি হচ্ছে লিফলেট, যা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ওই চাকরিহারা প্রার্থীরা। যদিও অভিজিতের রায় সুপ্রিম কোর্ট আগেই খারিজ করে দিয়েছে।

    তবু এই মামলা এখনও অমীমাংসিত কলকাতা হাইকোর্টে। এই শিক্ষকদের বক্তব্য এবং অভিযোগ, অভিজিতের রায় আগেই বাতিল হয়েছে।কিন্তু সেই রায়ের পর থেকে তাঁদের যে সামাজিক অসম্মান হয়েছে, তার হিসেব নিতেই অভিজিতের বিরুদ্ধে পথে নামছেন তাঁরা।

    ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এতজনের মধ্যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তা বের করা সম্ভব নয়, তাই সকলের চাকরিই তিনি বাতিল করলেন।যা পরে সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।একই সঙ্গে অভিজিৎ নির্দেশ দিয়েছিলেন, এই শিক্ষকদের ফের ইন্টারভিউ দিতে হবে। পরে সেই নির্দেশও চ্যালেঞ্জ হয় আদালতে।

    শিক্ষকদের পক্ষে সায়নদীপ রায় বলেন, ‘এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে উনি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের চাকরি কেড়ে নিয়েছিলেন। আমি আর আমার মতো অনেকেই দুর্নীতি করে চাকরি পাইনি। কিন্তু ওঁর রায়ের পর যেভাবে আমাদের সম্মানহানি হয়েছে সেটা কে ফিরিয়ে দেবে?’ এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য অভিজিতকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোনও ইন্টারভিউ বা প্রশ্নের উত্তর দেব না।’
  • Link to this news (এই সময়)