BJP Second Candidates List: তারকা থেকে পোড়খাওয়া রাজনীতিক! BJP-র দ্বিতীয় তালিকায় বঙ্গে 'তুরুপের তাস' কারা? জল্পনা
এই সময় | ১২ মার্চ ২০২৪
নির্ঘণ্ট প্রকাশের আগে প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল BJP। এদিকে ইতিমধ্যেই প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তৃণমূল। স্বাভাবিকভাবেই বাকি আসনগুলিতে কাকে প্রার্থী করে বিজেপি, সেই দিকে এখন সব নজর।ইতিমধ্যেই BJP-র দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কাদের নাম থাকতে পারে এই তালিকায়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাথমিকবাবে কিছু নাম নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। এর মধ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে তমলুক কেন্দ্র থেকে BJP প্রার্থী করতে পারে, জোর জল্পনা এমনটাই। শুধু তাই নয়, তাঁর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখনে তাঁকে প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। যা নিয়ে তৈরি হয়েছিল চর্চা। যদিও BJP নেতৃত্ব সেই প্রসঙ্গে কোনও বিশেষ মন্তব্য করেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছিল।
অন্যদিকে, লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছেন তাপস রায়। গুঞ্জন কলকাতা কেন্দ্রীক কোনও একটি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে তীব্র। নাম প্রকাশে অনিচ্ছুক গেরুয়া শিবিরের এক নেতা বলেন, ‘তাপস রায়কে কলকাতার আশেপাশে এক প্রবীণ নেতার বিরুদ্ধে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। তবে কে প্রার্থী হবেন আর কে হবেন না, সেই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। তাই আলাদা করে কিছু মন্তব্য এই নিয়ে করব না।’
পাশাপাশি কৌস্তভ বাগচি সম্প্রতি কংগ্রেস ত্যাগ করে যোগদান করেছেন বিজেপিতে। গেরুয়া শিবির এই তরুণ আইনজীবীর উপর ভরসা করতে পারেন বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, কৌস্তভ তরুণ মুখ। পাশাপাশি আইনজীবী হিসেবে তাঁর আলাদা একটা পরিচিতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁকে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে দল।
অন্যদিকে, এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। তিনি বাঙালি। রাজ্যের এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে তাঁকে দাঁড় করানোর চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, ক্রিকেটার হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি রাজনৈতিক ময়দানে আনকোরা হলেও তাঁর ক্রিকেট কেরিয়ার গ্রাফ বহু নারীর কাছে অনুপ্রেরণা। সেই সার্বিক বিষয়টি ভেবে দেখা হচ্ছে। যদিও বঙ্গ বিজেপির মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ‘কে প্রার্থী হবেন বা না হবেন, সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।’