• Sehri and Iftar Time : ১৩ ঘণ্টার উপর নির্জলা উপোস, বুধবার কলকাতায় সেহরি ও ইফতার কখন?
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • শুরু হয়ে গিয়েছে রমজান মাস। দেশের মুসলিম ধর্মাবলম্বীরা মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন। এক এক শহরে ভিন্ন ভিন্ন সময় শুরু হয়েছে রোজা। যদিও জানা গিয়েছে, প্রথম দিনের রোজা চলবে ১৩ ঘণ্টা ১৯ মিনিট ধরে। কলকাতা শহরে বুধবারের সেহরি ও রোজার সময় জানেন?ভারতে সেহরি ও ইফতার কবে?এর আগে রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে দরগা আলা হজরত। এটি বরেলি দরগা নামেও খ্যাত। দরগার প্রধান মৌলানা সুহ্বান রজা খান ওরফে সুহ্বানি মিঞা এবং সজ্জাদানশীন মুফতি অহসন রজা কাদরি ওরফে অহসন মিঞার পক্ষ থেকে হয়েছে সেহরি ও ইফতারের নির্ঘণ্ট। দেশে বুধবার সেহরি শুরু হচ্ছে সকাল ৫টা বেজে ১৫ মিনিটে। এরপর সন্ধ্যায় সূর্যাস্তের পর ইফতার শুরু হবে ৬টা বেজে ২৯ মিনিটে।

    কলকাতায় সেহরি ও ইফতার কবে?এদিকে, নাখোদা মসজিদের পক্ষ থেকে কলকাতা শহরের রমজানের সেহরি এবং ইফতারের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বুধবার, ১৩ মার্চ সেহরি হবে ভোর ৪টে বেজে ২৭ মিনিটে। এরপর রোজা ছাড়ার পর ইফতার শুরু হবে বিকেল ৫টা ৫০ মিনিটে। কলকাতায় মঙ্গলবার সেহরি পালিত হয় সকাল ৪টে ২৯ মিনিটে এবং এদিনের ইফতার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিট।

    সেহরি ও ইফতার কী?সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালিত হয়। এই সময়ের মধ্যে আল্লাহর ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলিমরা। পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা। এমনকী এই সময়ের মধ্যে থুতুও গিলতে পারেন না তারা। সারাদিন নির্জলা উপবাস থাকে। সন্ধ্যায় মগরিবের নমাজ হয়। আজান শুনে উপবাসভঙ্গ করেন মুসলিমরা। যে খাবার খেয়ে এই উপবাস তথা রোজা ভঙ্গ করা হয় সেটাকেই বলে ইফতার। ইফতার শেষে মগরিবের নমাজ পাঠ হয়। অরবি ভাষায় সেহরি কথাটির অর্থ 'ঊষার পূর্বের খাবার'। অর্থাত্‍ সূর্যোদয়ের আগে যা খেয়ে নিতে হবে। রমজান মাসে সূর্য ওঠার আগে মুসলিমরা যে খাবার খেয়ে থাকেন সেটিই সেহরি।

    প্রসঙ্গ, ৩০ দিন ধরে চলা রমজান মাসের ক্যালেন্ডারে বছরভর অনুষ্ঠিত হতে চলা মুসলিমদের পরব এবং উর্সের সমস্ত তারিখগুলি উল্লেখ করা রয়েছে। রোজা এবং ইফতারের দোয়া ছাড়া আলাবা-সদকা-এ-ফিতর, এতেকাফ, তরকীব নমাজ ইদ, ফজাইল রমজান, নমাজ-এ-তরাবীহ এবং মকরুয়াত রোজার নির্ঘণ্টও ক্যালেন্ডারে দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)