Congress Candidate List : লোকসভায় প্রার্থী খাড়গের জামাই? কোন কোন হেভিওয়েট নেতার পুত্রকে টিকিট? কংগ্রেসের দ্বিতীয় তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে
এই সময় | ১২ মার্চ ২০২৪
সবেমাত্র প্রথম ধাপের প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এবার দ্বিতীয় তালিকার অপেক্ষা। জানা যাচ্ছে, এই তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতারা।লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রার্থীতালিকা নির্ধারণ করতে সোমবারই বৈঠকে বসেছিল কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, দ্বিতীয় তালিকায় ৬২ জন প্রার্থীর নাম থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে গুজরাটের ১৪টি, রাজস্থানের ১৩টি, মধ্য প্রদেশের ১৬টি, অসমের ১৪টি এবং উত্তরাখণ্ডের ৫টি আসন। প্রাক্তন চার মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কমল নাথ, দিগ্বিজয় সিং এবং হরিশ রাওয়াত সহ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের নাম দ্বিতীয় দফার তালিকায় বাদ পড়তে পারে বলে খবর। তাঁরা লোকসভায় লড়তে আগ্রহী নন বলেও শোনা যাচ্ছে।
তবে নিজেরা না লড়লেও পরিবারের অন্য সদস্যদের প্রমোট করতে পারেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সূত্র মারফত জানা যাচ্ছে, অশোক গেহলট তাঁর ছেলে বৈভবের টিকিটের জন্য প্রস্তাব রেখেছেন। জালোর আসনটির জন্য তাঁকে বেছে নিতে পারে কংগ্রেস। অবার কমল নাথের ছেলে নকুল নাথ টিকিট বর্তমানে ছিন্দওয়ারার সাংসদ। তাঁকে ফের একবার ময়দানে নামানোর জন্য প্রস্তাব কমল নাথের। হরিশ রাওয়াত চাইছেন ছেলে বীরেন্দ্রকে তাঁর আসন থেকে টিকিট দিক পার্টি।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর লোকসভায় দাঁড়ানো নিয়ে নানা জল্পনা রটেছিল। কিন্তু, সূত্রের খবর, তিনি ভোটে দাঁড়াতে আগ্রহী নন। বদলে কর্নাটকের গুলবর্গা আসন থেকে জামাই রাধাকৃষ্ণন দোদ্দামানির নাম প্রস্তাব করেছেন তিনি। এমনটাই দলীয় সূত্রে খবর।
এদিকে, ডিলিমিটেশনের পর অসমের কালিয়াবর থেকে আর লড়তে পারবেন না গৌরব গগৈ। ফলে বাবা তরুন গগৈয়ের আসন জোরহাট থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ আসনগুলি নিয়ে কংগ্রেসের সেন্ট্রাল কমিটির বৈঠক বসতে পারে আগামী ১৫ মার্চ।
উল্লেখ্য, কংগ্রেসকে বরাবরই পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক জনসভা, এমনকী সংসদের ভাষণ থেকেও কংগ্রেস পরিবার নিয়ে খোঁচা শোনা গিয়েছে নমোর গলায়। ফলে অশোক গেহলট, কমল নাথ, হরিশ রাওয়াত সহ একাধিক হেভিওয়েট নেতার পরিবারের সদস্যদের টিকিট দেওার জল্পনায় এই বিতর্ক আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।