• S Jaishankar : 'পাকিস্তানের সঙ্গে আলোচনা দরজা খোলা', অবস্থান স্পষ্ট জয়শংকরের
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • সামনেই ভারতের লোকসভা নির্বাচন। আর সদ্যই নতুন সরকার গঠন হয়েছে পাকিস্তানে। এবার কী দু দেশের মধ্যে সম্পর্কে কোন পরিবর্তন হবে তাই জানতে চাইছে কূটনৈতিক মহল। দু দেশের মধ্যে আলোচনা কী আবার নতুন করে শুরু হবে? সেটাও জানতে চাইছেন সবাই। আর এই সময়েই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করেই জানিয়ে দিলেন।তিনি জানান, ভারত কখনই পাকিস্তানের সঙ্গে আলোচনা করার বা কথা বলার দরজা বন্ধ করেনি। সেই সঙ্গেই একটি সতর্কবার্তাও দিয়েছেন তিনি। জয়শংকর জানিয়েছেন, এই আলোচনা শুরুর আগেই সন্ত্রাসবাদের ইস্যুটি সমাধান করতে হবে।

    আলোচনার শর্ত

    জয়শংকর জানিয়েছেন, ভারত কখনই পাকিস্তানের সঙ্গে কথা বলার দরজা বন্ধ করেনি। তবে এই আলোচনার আগেই একটি শর্তও দিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত ‘আড্ডায়’ জয়শংকর জানান যে পাকিস্তানসহ অন্য দেশগুলির কথা বলার জন্য, সন্ত্রাসবাদের বিষয়টির অবশ্যই সমাধান করতে হবে।

    তিনি পরিষ্কার জানিয়েছেন যে ভারত সব দেশের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু সেখানে আগে সন্ত্রাসবাদ প্রসঙ্গটি মিটিয়ে ফেলতে হবে। কারণ আলোচনায় সেটাই প্রধান হয়ে দাঁড়ায়। তিনি জানান, ইসলামাবাদ আগ্রহ প্রকাশ করলেই তাদের সঙ্গে কথা বলতে রাজি নয়াদিল্লি।

    সন্ত্রাসবাদী শিবির

    ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'আমরা কখনই পাকিস্তানের সঙ্গে কথা বলার দরজা বন্ধ করিনি। প্রশ্ন হল, কী নিয়ে কথা বলবেন? যদি কোথাও অনেক সন্ত্রাসবাদী শিবির থাকে, তাহলে সেটা কথোপকথন এবং আলোচনার কেন্দ্রীয় অংশ হওয়া উচিত। এটাই প্রধান ইস্যু। তবে অন্য কোন সমস্যা নেই সেটা আমি বলছি না।' তবে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা যে সম্ভব তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

    প্রসঙ্গ চিন এবং রাশিয়া

    জয়শংকর জানান চিন এবং রাশিয়ার সঙ্গে গত কয়েক বছরের ক্রমবর্ধমান উত্তেজনায় কোনও দেশেরই লাভ হয়নি। তিনি বলেন, 'যত তাড়াতাড়ি দেশগুলির মধ্যে সীমান্ত বিরোধের সমাধান হবে, ততই ভারত এবং চিন উভয়ের জন্যই মঙ্গল হবে।'

    মার্কিন যুক্তরাষ্ট্রের চিন এবং রাশিয়ার প্রতি নীতিতে ভারতে কোনও প্রভাব ফেলেছে কিনা তাও জানান তিনি। জয়শংকর বলেন যে রাশিয়া এবং চিনের ঘনিষ্ঠতা দেখা ভারতের কাজ নয়। তিনি বলেন, 'রাশিয়ার প্রতি আমাদের নীতি অত্যন্ত ন্যায্য এবং খুবই উদ্দেশ্যমূলক।'
  • Link to this news (এই সময়)