Haryana CM Resigns : লোকসভার আগে হরিয়ানায় 'নাটক', মনোহরের জায়গায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি
এই সময় | ১২ মার্চ ২০২৪
লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা BJP শিবিরে। হরিয়ানায় ভেঙে গেল BJP-JJP জোট। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। কেবল তিনি একা নন, গোটা মন্ত্রিসভাই পদত্যাগ করেছে। মঙ্গলবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের জল্পনা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর দিয়ে ইস্তফার কথা ঘোষণা করলেন মনোহর লাল খট্টর। ইতিমধ্যেই তাঁর জায়গায় নয়া মুখ্যমন্ত্রীর নাম স্থির করে ফেলেছে BJP। কুর্সিতে বসছেন নায়াব সিং সাইনি।লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় জোটে কোন্দল কী নিয়ে? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ইস্তফা পত্র জমা পড়ার পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে। হরিয়ানার এই হইচইতে স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। হরিয়ানায় BJP-JJP জোট সরকারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল BJP-ই। ৯০টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার ৪০টি আসনই ছিল BJP-র দখলে ছিল। সম্প্রতি লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে JJP-র সঙ্গে পদ্ম শিবিরের দ্বন্দ্ব চলছিল বলে সূত্রের খবর। সেই বিরোধের জেরেই কি শেষ পর্যন্ত মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন?
সূত্রে খবর, আসন বণ্টন নিয়ে জোটের দুই শরিকের মধ্যে সমঝোতার কাজ করছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা JJP নেতা দুষ্মন্ত চৌটালা। কিন্তু, লোকসভার আসন ভাগাভাগি নিয়ে তাঁর দাবি মানতে নারাজ ছিল গেরুয়া নেতারা। আর ফলে মনোহরলাল খট্টর সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছিল JJP। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকালে নিজের দলের বিধায়কদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিলেন উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা। সেখানেই যাবতীয় সমীকরণ নিয়ে আলোচনা করা হয় বলে খবর। শোনা যাচ্ছিল সেই বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবে JJP। কিন্তু, তার মধ্যেই আচমকা মনোহর লাল খট্টরের ইস্তফা রাজনৈতিক মহলে কার্যত শোরগোল ফেলে দিয়েছে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল লোকসভা ভোটের হরিয়ানা সরকারের দুই জোট শরিকের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। জানা যাচ্ছে, হরিয়ানার নতুন সরকারের মুখ্যমন্ত্রী সম্ভবত মঙ্গলবারই শপথ নেবে। সূত্রের খবর, হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নায়াব সাইনি বা সঞ্জয় ভাটিয়া। আবার মনোহর লাল খট্টর লোকসভা নির্বাচনে টিকিট পেতে পারেন বলেও জল্পনা উঠেছে। সব মিলিয়ে ১৮তম লোকসভা নির্বাচনের মুখে হরিয়ানার এই মহানাটক ঘিরে হইচই পড়ে গিয়েছে সর্বত্র।