• ভোটের আগে 'মাস্টার স্ট্রোক'! ব্যাপক কর্মসংস্থানের প্রকল্প চালু মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • জব কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাবড়ার সভা থেকে 'কর্মশ্রী' প্রকল্প চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে জব কার্ড হোল্ডারদের বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত হবে বলেই জানালেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিকমহলের অনেকে।কী বললেন মুখ্যমন্ত্রী?মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেলেও, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, আমরা ১০০ দিনের কাজের টাকা দিয়েছি। ওটা নামেই ১০০ দিনের কাজ ছিল, কিন্তু বছরে ওটা ৩০- ৩৫ দিন হত। তাই আমরা ধাপ্পা না দিয়ে, আর দিল্লির কাছে মাথা নত না করে, আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি, যাতে ৫০ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাঁদের টাকা নিশ্চিন্ত থাকবে।'

    কারা পাবেন সুবিধা?গত ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেটে এই কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করে রাজ্য সরকার। বাজেট ভাষণের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প 'কর্মশ্রী'। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ দেওয়া হবে। চলতি বছরেই সেই প্রকল্প চালু করা হবে বলেও জানান হয়েছিল সেই সময়। এবার সেই প্রকল্পই চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে বছরে ৫০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে এই প্রকল্পে কাজ পাওয়ার ক্ষেত্রে শর্ত একটাই, থাকতে হবে জব কার্ড। অর্থাৎ জব কার্ড থাকলে তবেই আসা যাবে কর্মশ্রী প্রকল্পের আওতায়।

    প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বারেবারেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে। এই নিয়ে একটা সময় ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে দিল্লি অভিযানেও গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর রাজভবন সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে ধরনাও দিতে দেখা যায় তাঁকে। এমনকী সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা রাজ্য দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। আর এবার রাজ্যে চালু হয়ে গেল কর্মশ্রী প্রকল্প।
  • Link to this news (এই সময়)