• 'NRC-র সঙ্গে যোগ, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে', CAA নিয়ে মন্তব্য মমতার
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • আমি ছিলাম আছি, থাকব আপনাদের পাশে : মমতা বন্দ্যোপাধ্যায়জীবিত থেকেও জিন্দা লাশ হয়ে বেঁচে আছি এদের সঙ্গে লড়াই করব বলে: মমতা বন্দ্যোপাধ্যায়আপনারা সকলেই নাগরিক, কেউ বেআইনি নন। এটা সব সময় মাথায় রাখবেন: মমতা বন্দ্যোপাধ্যায়এই আইনকে সরিয়ে ফেলে দিন। বহাল তবিয়তে থাকুন। কেউ গায়ে হাত দিলে আমরা বুঝে নেব: মমতা বন্দ্যোপাধ্যায়CAA-তে ইনপ্লিমেন্টশন পক্রিয়া নিয়ে রুলস এ কিছু বলা নেই। যাদের নাগরিকত্ব দেওয়া হবে তাদের কাস্ট রিজার্ভেশন নিয়ে কিছু বলা নেই ? কাস্ট সার্টিফিকেট পাবেন তো?: মমতা বন্দ্যোপাধ্যায়আমাদের সঙ্গে বাংলাদেশের ভাষা এক, তা তো আমাদের অপরাধ নয়। বাংলা ভাষা শুনলেই ওদের পিত্তি জ্বলে ওঠে: মমতা বন্দ্যোপাধ্যায়বাংলাকে আবার ভাগ করার খেলা। NRC করতে দেব না। বাবা মা-র অধিকার চলে গেলে কত শিশু অসহায় হবে। তাদের কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়বড়মা যতদিন ছিলেন তাঁর দেখাশোনা আমি করেছি। মমতাবালা ঠাকুর করেছেন: মমতা বন্দ্যোপাধ্যায়যদি কোনওদিন সুযোগ আগে দেশে NRC করতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়মতুয়াদের নামে বিশ্ববিদ্যালয় কে করেছে? মতুয়াদের পূণ্যদিনটিকে কে ছুটি করল?: মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে দেব না। তাতে যদি আমাকে জীবন দিতে হয় তাও দেব: মমতা বন্দ্যোপাধ্যায়১৯ লাখের মধ্যে ১৩ লাখ বাঙালিরাও বাদ পড়েগিয়েছিল অসমে: মমতা বন্দ্যোপাধ্যায়অনেক পরিবার রয়েছে যাঁদের ৩৫-৪০ বছর বয়স, তাঁরা বাবার বার্থ সার্টিফিকেটটা পাবেন তো? ওরা বার্থ সার্টিফিকেট চাইছে। কী ভাবে দেবেন: মমতা বন্দ্যোপাধ্যায়যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন। খবরদার এই পথে যাবেন না: মমতাধাপ্পা দিচ্ছে, আবেদন করলে সব হারাবেন। ২-৩টে আসনে ভোটে জিততে এই ভাঁওতাবাজ: মমতা বন্দ্যোপাধ্যায়এটা NRC-র সঙ্গে সম্পর্কযুক্ত। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাব: মমতা বন্দ্যোপাধ্যায়যে CAA কাল জারি করেছে তা আদৌ বৈধ কিনা আমার সন্দেহ রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায় : কয়েকটা প্রশ্ন করছি, 'আপনারা যখনই আবেদন করবেন তখনই নাগরিক থেকে অনুপ্রবেশকারী হয়ে যাবেন। আপনাদের সম্পত্তির কী হবে! এটা অধিকার কাড়ার লড়াই।'উত্তর ২৪ পরগনায় ২৭১৯ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন।হাবড়া থেকে CAA নিয়ে একাধিক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)