'আমি পিপলস চয়েস ক্যান্ডিডেট!' দাবি সুজাতার, গুরুত্বই দিলেন না সৌমিত্র
এই সময় | ১২ মার্চ ২০২৪
জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই। ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে ফের একবার সৌমিত্র খাঁকেই টিকিট দিয়েছে বিজেপি। পালটা তাঁর বিরুদ্ধ, সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। সম্পর্কে তাঁরা প্রাক্তন দম্পতি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন সৌমিত্র খাঁ। এবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বিষ্ণপুরের মাটিতে পা রাখলেন সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের জয়পুরে পা রেখেই সেখানকার মাটিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই এলাকায় মিছিল ও নির্বাচনী প্রচারও করেন।প্রচার কর্মসূচির ফাঁকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমি বিগত পাঁচ বছর আমি বিষ্ণুপুরের মাটি কামড়ে পড়ে আছি। আমি পিপলস চয়েস ক্যান্ডিডেট। উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ আমাকে এত বড় দায়িত্বের জন্য চাইত না। আমার কাছে রাজনীতি একটা সাধনা। আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য। শখ-আহ্লদ সব বিসর্জন দিয়ে দিয়েছি। আমার একটাই টার্গেট, বিষ্ণুপুর লোকসভাতে ১০ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়েছিল, কিন্তু বিষ্ণুপুরের ৭টি বিধানসভার জন্য এমন একটা কাজও তিনি করেননি, যাতে আমার টেনশন থাকত যে, বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আমার প্রতিপক্ষকে প্রতিপক্ষ বলেই ভাবছি না, কারণ তিনি কোনও কাজ করেননি।'
এদিকে পালটা সৌমিত্র খাঁ বলেন, 'লড়াই তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সুজাতা মণ্ডল আবার কে? পঞ্চায়েত - জেলাপরিষদে জিতেছে মানুষের সঙ্গে জোচ্চুরি করে। মহিলাকে মহিলা হিসেবে সম্মান করি, যাঁর সঙ্গে থেকেছি তাঁর বদনাম করতে পারব না। সুজাতাকে একটাই কথা বলব মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন, জীবনে উন্নতি করবেন। মানুষের ভোট কেড়ে নেওয়ার যে প্রবৃত্তি আপনি শুরু করেছেন জয়পুরে, বা যে ভাবে আরামাবাগে মহিলাদের ওপর অত্যাচার করছেন, রাজনীতি আর কলতলার ঝগড়া দু'টো এক নয়।
প্রসঙ্গত, প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগে থেকেই সৌমিত্র বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে সুজাতা। কিছুদিন আগে সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী। ৫ বছরে আসা ২৫ কোটি টাকার মধ্যে মাত্র ১০ কোটি টাকা সৌমিত্র খরচ করতে পেরেছেন বলে দাবি করেন সুজাতা। যদিও পালটা সৌমিত্র দাবি করেন ২০ কোটি টাকা খরচ করেছেন তিনি।