• বিশেষ কারণে দেশের এই অংশগুলিতে CAA লাগু নয়, দেখুন তালিকা
    এই সময় | ১২ মার্চ ২০২৪
  • নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সোমবার বিকেলে দেশজুড়ে CAA লাগু করার ঘোষণা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গোটা দেশে এই আই বলবৎ হওয়ার কথা জানালেও দেশের বেশ কিছু অংশে CAA লাগু হবে না। তালিকায় রয়েছে কোন কোন রাজ্য?কোন কোন রাজ্যে CAA জারি হচ্ছে?দেশের যে সমস্ত রাজ্যগুলিতে যাত্রার জন্য অন্য রাজ্যের বাসিন্দাদের ইনার লাইন পারমিটের প্রয়োজন পড়ে, সেখানে CAA লাগু হবে না। এই তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর।

    ন'টি জনজাতি ক্ষেত্রে সংবিধানের ছ'নম্বর ধারার অন্তর্গত স্বায়ত্ত পরিষদ তৈরি করা হয়েছে। সেখানেই জারি হচ্ছে না CAA। এই তালিকায় রয়েছে অসমের কার্বি আঙ্গলং, দিমা হাসাও, বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল ক্ষেত্র, মেঘালয়ের গারো হিলস এবং ত্রিপুরার আদিবাসী ক্ষেত্র।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতানাগরিকত্ব সংশোধিত আইন চালু করার ফলে অনেকেই নাগরিকত্ব হারাতে পারেন। এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে তাঁদের ভোটাধিকার থাকবে কি না, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যে আইন ভোটের আগে চালু করা হল, সেই আইনের বৈধতা কতটা আছে? প্রশ্ন তোলেন তিনি। মমতা বলেন, ‘এই আইন এতদিন কেন হয়নি? ভোটের আগে কোনও আইন চালু করলে সেটা কি থোড়াই আইন হয়। আপনার অধিকার থাকবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ, আপনি ভোটটাও দিতে পারবেন কিনা সন্দেহ আছে।’এই আইনের সঙ্গে আগামী দিনে NRC যুক্ত করা হবে বলেও আশঙ্কাবাণী মমতার। তিনি আরও বলেন, 'এই আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করা মানেই, আগেই আপনি বেআইনি হয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে, একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। নাগরিকত্ব প্রমাণের জন্য তাঁর বাবার বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো? আমার তো নেই? আমার বাবা-মায়ের জন্মদিন কবে জানি না। আমি মনে করি, এটা পুরোটাই ভাঁওতা। বিজেপি অনেক রকম কথা বলবে, ওগুলো সব মিথ্যা।’

    বিভ্রান্তি দূর করতে কেন্দ্রের বক্তব্যকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কোনও সম্প্রদায় কিংবা কমিউনিটির বিরুদ্ধে এই আইন নয়। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন।
  • Link to this news (এই সময়)